বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : Samsung তার দুটি জনপ্রিয় স্মার্টফোনে দুর্দান্ত অফার দিচ্ছে। এই অফারে কোম্পানি তার Samsung Galaxy A35 5G এবং Galaxy M35 5G ফোনটি সেরা ডিল দিচ্ছে। কোম্পানির অনলাইন স্টোরে এই দুটি ফোন 3000 টাকার ছাড়ে বিক্রি হচ্ছে। শুধু তাই নয় এই দুটি ফোনে কোম্পানি ব্যাপক এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে এই দুটি ফোন।
Samsung Galaxy A35 5G ফোনের নতুন দাম কত
কোম্পানির ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এ35 5জি ফোনের 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ মডেলের দাম 30,999 টাকা। সেলে আপনি 3000 টাকার ছাড়ে এই ফোনটি কিনতে পারবেন। ছাড়ের পরের দাম 30,999 টাকা রাখা হয়েছে। তবে আপনি চাইলে এই ফোনটি আরও সস্তায় কিনতে পারবেন।
Samsung Galaxy A35 5G
কোম্পানি HDFC বা ICICI কার্ড পেমেন্টে 3000 টাকার অতিরিক্ত ছাড় অফার করছে। স্টুডেন্টদের এই ফোনে 6 শতাংশ অতিরিক্ত ছাড় দেওয়া হবে। এছাড়া স্যামসাং এক্সিস ব্যাঙ্ক কার্ডে 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। শুধু তাই নয় কোম্পানি এই ফোনে 20000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দিচ্ছে।
Galaxy M35 5G ফোনের নতুন দাম কত
স্যামসাং গ্যালাক্সি এম35 5জি ফোনটি 25,999 টাকার বদলে 21,499 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে এই ফোনে 4500 টাকার ছাড় পাওয়া যাবে। কোম্পানি কিছু ব্যাঙ্ক কার্ডে 2000 টাকার অতিরিক্ত ছাড় দিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।