জুমবাংলা ডেস্ক : পৃথিবীর ১০টি সবচেয়ে বেশি দূষিত নদীর মধ্যে ২টি বাংলাদেশে। এরাই সবচেয়ে বেশি দূষণ বহন করছে। এর মধ্যে দুটি বাংলাদেশের—পদ্মা ও যমুনা। এমন তথ্য তুলে ধরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘এ দুটি নদীতে শুধু আমাদের দেশের পলিথিন ও প্লাস্টিক না, পার্শ্ববর্তী দেশগুলোরও দূষণ আছে। আমাদের যে অবস্থান, তাতে এসব দূষণ আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে যাচ্ছে। কাজেই আমাদের নিজস্ব দূষণ ও পার্শ্ববর্তী দেশ থেকে আসা দূষণও আছে।’ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আমাদের ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে যারা প্লাস্টিক পণ্য ব্যবহার করবে, তাদের আমরা দূষণের জন্য দায়ী করব। এ জন্য তাদের একটি অর্থনৈতিক মূল্য নির্ধারণ করে দেব। উৎপাদন ও নকশায় কীভাবে তারা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনবে, সেটাও বলা হবে। চলতি মাসের মধ্যেই এ-সংক্রান্ত খসড়া চূড়ান্ত করা হবে।
পূর্বাচলে ১৪০ একর জমি বনায়নের জন্য রাখা হয়েছে। এটা আলাদাভাবে বনায়নের জন্য। কিন্তু পুরো এলাকা যদি কংক্রিট হয়ে যায়, তাহলে সেখানে কোনো সুযোগ আমাদের থাকছে না। সাবের হোসেন চৌধুরী মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক
সে কাজ চলমান রয়েছে। কাজেই ইপিআরের (এক্সটেন্ডেন্ট প্রডিউসার রেসপনসিবিলিটি) খসড়া বড় বড় কোম্পানিগুলো ও চেম্বারের কাছে পাঠানো হয়েছে।’
এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরের কোন কোন জায়গায় বনায়ন করা যায়, কী কী গাছ লাগানো সম্ভব, তা ঠিক করতে স্থানীয় সরকার বিভাগ, পূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও দুই সিটি করপোরেশনের সঙ্গে মিলে একটা ছক দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। সবুজ এলাকা হারিয়েছি, জলাশয়ও নেই। কাজেই নগর উন্নয়নে যে মূল পরিকল্পনা আছে, সেটার মধ্যে এসবও নিয়ে আসতে হবে।’
সাবের হোসেন চৌধুরী বলেন, ‘রাজউকের যে পূর্বাচল প্রকল্প আছে, সেখানে ১৪০ একর জমি বনায়নের জন্য রাখা হয়েছে। এটা বনায়নের জন্য আলাদাভাবে রাখা হয়েছে। কিন্তু পুরো এলাকা যদি কংক্রিট হয়ে যায়, তাহলে সেখানে কোনো সুযোগ আমাদের থাকছে না।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পরিবেশসচিব ড. ফারহিনা আহমেদ।
পরিবেশ মন্ত্রণালয় জানায়, বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ ২৭ হাজার চারা রোপণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।