বিনোদন ডেস্ক : রাণবীর কাপুরের আগামী সিনেমা ‘রামায়ণ’ এ সুর-সংগীত নিয়ে দর্শকদের ভিন্ন ধরনের কাজ উপহার দিতে চাইছেন বলিউডি নির্মাতা নীতিশ তিওয়ারি।
আনন্দবাজার ও পিংকভিলা লিখেছে, এর মাধ্যমে প্রথমবারের মত ভারতীয় সিনেমায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অস্কারজয়ী সংগীত পরিচালক হ্যান্স জিমার।
তবে কেবল জিমারকে নয়, অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানকেও তিওয়ারি নিয়ে আসছেন ‘রামায়ণে’।
সোশাল মিডিয়ায় আসা তিওয়ারির একটি বক্তব্য থেকে এই তথ্য সামনে এসেছে।
‘দ্য ডার্ক নাইট’, ‘দ্য লায়ন কিং’, ‘ম্যান অব স্টিল’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ এর মত সাড়া জাগানো সিনেমায় সংগীত পরিচালনা করেছেন জার্মান সুরকার জিমার।
২০২২ সালে ‘ডুন’ সিনেমার জন্য সেরা মৌলিক আবহসংগীতের অস্কার জিতেছিলেন জিমার।
আর ভারতের জন্য এ আর রহমান অস্কার নিয়ে আসেন ২০০৯ সালে। ‘স্লামডগ মিলিয়নেয়ার’ সিনেমার মিউজিক কম্পোজার হিসেবে সেরা মৌলিক আবহসংগীত ও সেরা মৌলিক গান ‘জয় হো’র জন্য দুটি অস্কার জিতেছিলেন তিনি।
কিছুদিন আগে খবর এসেছিল, না বলে কয়ে হুট করে ‘রামায়ণ’ সিনেমা থেকে হাত তুলে নিয়েছেন প্রযোজক মাধু মান্টেনা। আর তাতে বিপদে পড়েছেন তিওয়ারি।
রামায়ণ মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত এই পৌরাণিক সিনেমায় রাম চরিত্রে রাণবীর কাপুর এবং রাবণ চরিত্রে দক্ষিণী তারকা যশের অভিনয় করার কথা।
সীতা চরিত্রে সাই পল্লবী এবং পরে জাহ্নবী কাপুর ও আলিয়া ভাটের নাম শোনা গিয়েছিল। পরে সাই পল্লবীকেই নির্বাচিত করেন নীতিশ। ‘দশরথ’ চরিত্রে হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চনের অভিনয় করার কথা এ সিনেমায়।
অন্যান্য চরিত্রের মধ্যে খলচিরত্র শূর্পনখা হওয়ার কথা রাকুল প্রীত সিংয়ের, কৈকেয়ী চরিত্রে অভিনয় করার কথা লারা দত্তের। ঠিক হয়েছিল হনুমানের চরিত্রে থাকবেন সানি দেওল, আর কুম্ভকর্ণ হবেন সানির ভাই ববি দেওল।
গেল বছর ৫০০ কোটি রুপির বেশি খরচ করে পরিচালক ওম রাউত রাম-রাবণ-সীতার কাহিনী নিয়ে বানিয়েছিলেন ‘আদিপুরুষ’। তবে মুক্তির পর তেমন দর্শক টানতে পারেনি এই সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।