২০ বছর পর গুয়ানতানামো থেকে মুক্তি পেল পাকিস্তানি দুই ভাই

গুয়ানতানামো বে কারাগার

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানি দুই ভাই। কারাগারটিতে বিনা অভিযোগে তাদেরকে ২০ বছর ধরে আটকে রাখার পর অবশেষে পাকিস্তানে ফিরিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

গুয়ানতানামো বে কারাগার

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গুয়ানতানামো বে কারাগার বন্ধ করার অংশ হিসেবে সেখানকার বন্দিদের ধীরে ধীরে মুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে ২০ বছর পর ছাড়া পেয়েছেন পাকিস্তানি নাগরিক ৫৫ বছর বয়সী আব্দুল এবং ৫৩ বছর বয়সী মোহাম্মদ রব্বানি।
২০০২ সালে তাদের নিজ শহর করাচি থেকে গ্রেফতার করে দুই ভাইকে মার্কিন হেফাজতে স্থানান্তর করেছিল পাকিস্তানি কর্মকর্তারা। মার্কিন কর্মকর্তারা দুজনের বিরুদ্ধে আল-কায়েদা সদস্যদের আবাসন এবং অন্যান্য নিম্ন-স্তরের লজিস্টিক সহায়তার জন্য অভিযুক্ত করেছেন।

গুয়ানতানামোতে স্থানান্তর করার আগে সিআইএ হেফাজতে থাকাকালীন নির্যাতনের অভিযোগ করেছেন ভাইরা।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন কিউবায় এই কারাগার তৈরি করে। যেখানে এই হামলার সঙ্গে জড়িত কথিত সন্দেহভাজনদের নিয়ে যাওয়া হতো।

২০০৩ সালে গুয়ানতানামো বে কারাগারে প্রায় ৬০০ জন আটক ছিলেন। ওই সময় এই কারাগারের বৈধতা ও বন্দিদের মানবাধিকার নিয়ে প্রশ্ন ওঠেছিল। যুক্তরাষ্ট্রের দাবি, গুয়ানতানামোতে আটক সবাই সন্ত্রাসী। তাদের আটকের মাধ্যমে হামলা ঠেকানো হয়েছে।

বর্তমানে কুখ্যাত এ কারাগারে আরও ৩২ জন রয়ে গেছেন। তাদের বেশিরভাগই ইয়েমেনি নাগরিক।

সূত্র : আল-জাজিরা।