বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ওয়ানপ্লাস নর্ড সিরিজের (OnePlus Nord Series) দুটি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। সম্ভবত আগামী মাসে অর্থাৎ জুন মাসে ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড ৪ (OnePlus Nord 4) এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট (OnePlus Nord CE 4 Lite) – এই দুই ফোন। টিপস্টার অভিষেক যাদব আভাস দিয়েছেন যে এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে জুন মাসে। ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপসেট। অন্যদিকে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। এর পাশাপাশি আবার শোনা গিয়েছে এই ফোনে একটি OLED ডিসপ্লে থাকতে পারে।
ওয়ানপ্লাস নর্ড ৪ ফোন
ওয়ানপ্লাস নর্ড ৪ সম্ভবত লঞ্চ হতে চলেছে OnePlus Ace 3V ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। ফলে এই দুই ফোনের ডিজাইন এবং ফিচার ও স্পেসিফিকেশনে মিল থাকতে পারে। OnePlus Ace 3V ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট যুক্ত রয়েছে। এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও OnePlus Ace 3V ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। আর রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাপোর্ট।
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোন
ভারতে এই ফোন লঞ্চ হতে পারে দুটো ভ্যারিয়েন্টে। একটিতে থাকতে পারে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অন্যটিতে থাকতে পারে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। ওয়ানপ্লাসের এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোনে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকার কথা রয়েছে। এর সঙ্গে থাকতে পারে Oxygen OS- এর সাপোর্ট।
ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট এবং ওয়ানপ্লাস নর্ড ৪- এই দুই ফোনের দাম কত হতে পারে
ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনের দাম ২৫ হাজার টাকার আশপাশে হবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোনের দাম ভারতে ২০ হাজার টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। নিশ্চিত ভাবে ওয়ানপ্লাস সংস্থা কিছু ঘোষণা করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।