শাকিবকে নিয়ে দুই সতীনের ঝগড়া

শাকিব খান

বিনোদন ডেস্ক : বাংলাদেশ বর্তমান সময়ের নাম্বার ওয়ান হিরো শাকিব খান। তিনি পর পর সময়ের জনপ্রিয় দুইজন নায়িকাকে বিয়ে করেন। যাদের ঘরে ১ টি করে পুত্র সন্তান রয়েছে। অবশ্য তার তৃতীয় বিয়ে ঠেকিয়ে রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এমন ধারনা সংশ্লিষ্টদের। তার সাবেক দুই স্ত্রী প্রায় সময় কথার লড়াইয়ে মেতে উঠেন। অনকে এটাকে চলচ্চিত্র অঙ্গনে দুই সতীনের ঝগড়া বলেও অভিহিত করেন।

 শাকিব খান

জানা যায়, আজকাল সিনেমায় অনিয়মিত হলেও অপু বিশ্বাস নিয়মিত বুবলীর সঙ্গে ঝগড়ায়। বুবলীও অভিনয়ের পাশাপাশি পর্যাপ্ত সময় দেন এখানে। ফলে পালটা বাদানুবাদের গাড়ি ছুটেই চলছে। তার এক পর্যায়ে অপু বললেন বুবলীকে ডাক্তার দেখানো উচিত। অন্যদিকে বুবলীর বক্তব্য…

কয়েকদিন আগে সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘আমি একজন নারী হিসেবে বলব, উনি যথার্থ সম্মানীয় মানুষ। প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন। তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয়। আর যদি এটাই সে মনে করে, তাহলে তাঁর উপযুক্ত চিকিৎসার দরকার।’

এর আগে বুবলী বলেছিলেন, ‘আইনগতভাবে আমি এখনও শাকিব খানের বৈধ স্ত্রী।’ আবার বলছেন, ‘আমি শাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি, আমাদের সন্তান অনেক সময় সে সুযোগটাও করে দেয়।’

বিষয়টি নিয়েও কথা বলেছেন অপু। তার ভাষায়, ‘শাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি, আবেগে আপ্লুত হচ্ছি। আমি কী বলব, বুঝতে পারছি না।’ এসব বলার কারণ হিসেবে শাকিবের প্রাক্তন স্ত্রী বলেন, ‘এই যে উনি শাকিবের একের পর এক হাঁড়ির খবর দিচ্ছেন, কিন্তু আমি কোনো হাঁড়ি খুঁজে পাচ্ছি না। কিন্তু মজার মজার খবর পাচ্ছি তাঁর মুখ থেকে। এ ব্যাপারে আর কি-ই বা বলব। ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত।’

একরুমে পাঁচ জনের সঙ্গে থাকতেন নেহা

অভিনেত্রী বুবলীকে ইঙ্গিত করে অপু আরও বলেন, ‘এখন আমরা একটা জায়গায় চলে এসেছি। আমাদের কথাবার্তা যেন যথাযথ হয়, খেয়াল রাখতে হবে। এখন এসব কথা হাস্যকর মনে হয়। অতি ভক্তি চোরের লক্ষণ। আমি মনে করি উনাকে সুস্থ থাকা দরকার।’