বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : চলতি সপ্তাহে স্যামসাং গ্যালাক্সি স্টোর এবং গ্যালাক্সি থিম কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকতে পারে। সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি অ্যাপ স্টোর এবং থিম সার্ভিস কিছুক্ষণের জন্য বন্ধ রাখবে বলে জানিয়েছে।
নোটিশে বলা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি স্টোর এবং গ্যালাক্সি থিম সার্ভার ২২ আগস্ট দুপুর ২:৩০ থেকে বিকাল ৫:৩০ (আইএসটি) পর্যন্ত বন্ধ থাকবে।
ইতিমধ্যে ভারতে স্যামসাং ডিভাইস ব্যবহারকারীরা এই নোটিশ পেয়েছেন। তবে শুধুমাত্র ভারত নাকি সমগ্র বিশ্বে স্যামসাংয়ের এই পরিষেবা বন্ধ থাকবে সেটি এখনও নিশ্চিত করে বলা হয়নি।
স্যামসাং গ্যালাক্সি স্টোর এবং থিম সার্ভার ডাউন হয়ে গেলে গ্যালাক্সি ডিভাইস ব্যবহারকারীরা তাদের ফোন, ট্যাবলেট এবং ওয়েবে এই পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন না। এই সময় গ্যালাক্সি স্টোর বা গ্যালাক্সি থিম-এর মাধ্যমে কোনো অ্যাপ বা কনটেন্ট ডাউনলোড এবং আপডেট করা যাবে না। এছাড়া এই সময় ডিভাইসগুলোতে ইমারজেন্সি আপডেট বা সিকিউরিটি আপডেট করা যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।