জুমবাংলা ডেস্ক : এবার একীভূত হচ্ছে রাষ্ট্রায়ত্ব দুই ব্যাংক, সোনালী এবং বিডিবিএল। দুই ব্যাংকের পর্ষদ সভায় এ প্রস্তাবের প্রাথমিক অনুমোদন পেয়েছে।
সোমবার (৮ এপ্রিল) রাজধানীতে সোনালী ব্যাংক এবং বিডিবিএলের প্রধান কার্যালয়ে ব্যাংক দুইটির বোর্ড সভা হয়। সভায় ব্যাংক দুইটি একীভূত হবার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, সোনালী ব্যাংকের আর্থিক ভীত ভালো, বিডিবিএল একীভূত হলে আমানতকারীদের স্বার্থ রক্ষা হবে। এতে সোনালী ব্যাংকেরও কোনো সমস্যা হবে না। বিডিবিএলের আমানতকারীদের জন্য এটি স্বস্তির খবর বলেও মনে করেন সোনালী ব্যাংকের এমডি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।