জুমবাংলা ডেস্ক : ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলা ও এলজিইডি কতৃপক্ষের তদারকির অভাবে বাগেরহাটের রামপাল উপজেলার ৩টি সেতুর নির্মাণকাজ নিদিষ্ট সময়ে শেষ না হওয়ায় অভিযোগ করেছেন স্থানীয়রা। নিদিষ্ট সময়ে সেতু ৩টির নির্মাণকাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্তাবধানে নির্মাণকাজ শুরু হওয়া ওই সেতু তিনটি কর্তৃপক্ষের তদারকির অভাবে নির্দিষ্ট সময়ে শেষ হয়নি। এতে চরম দূর্ভোগে পড়েছেন তারা। এমনকি বগুড়া নদীর উপর নির্মিত সেতুর দুই পাশে মাটি ভরাট না করায় দুর্ঘটনায় ঝুঁকি নিয়ে কয়েক মাস ধরে কাঠের সিঁড়ি দিয়ে সেতুতে উঠে রাস্তা চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।
এলজিইডি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ অক্টোবরে উপজেলার ফায়লাহাট-চাকশ্রী সড়কের উপর ৩০ মিটার দৈর্ঘ্যর ফয়লা সেতুর নির্মাণ কাজ শুরু করে আইটি এন্ড জেই নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। যার ব্যায় ধরা হয়েছিল ২ কোটি ১০ লাখ ৪০ হাজার ১১০ টাকা। এছাড়া বগুড়া খেয়াঘাট এলাকায় বগুড়া নদীর উপর ৬০ মিটার দৈর্ঘ্যর সেতুটির নির্মাণব্যায় ধরা হয়েছিল ৩ কোটি ৯২ লাখ ৫১ হাজার ১৩৩ টাকা।
এটিও নির্মাণ করছে আইটি এন্ড জেই। এদিকে গৌরম্ভা ইউনিয়নে ৪৮ মিটার দৈর্ঘ্যের কন্যাডুবি খেয়াঘাটের সেতুটি ৩ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৯৯৩ টাকা ব্যায় নির্ধারণ করে ২০১৮ সালের ৯ ডিসেম্বরে এম, এস মহিউদ্দিন আহমেদ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। কিন্তু নিদিষ্ট সময় অতিবাহিত হলেও এখনো নির্মাণ কাজ শেষ হয়নি একটি সেতুরও।
স্থানীয় বাসিন্দা আজমল শেখ, রুহুল আমিন ও নওশের আলী অভিযোগ করেন, সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর খামখেয়ালীর কারণে ব্রিজ নির্মাণকাজ শেষ হয়নি। এখন তারা চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন। তাদের এই দুর্ভোগের জন্য তারা এলজিইডির প্রকৌশলীদের দায়িত্ব অবহেলা কারণও বলে দাবি করেন।
এ বিষয়ে এলজিইডি’র রামপাল উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেন জানান, তিনটি সেতুর একটিতে ডিজাইন সমস্যা হয়েছে। বগুড়া সেতুর সীমানা জটিলতায় মামলা হয়েছিল। এরপর আবার পল্লী বিদ্যুতের লাইন সংক্রান্ত সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত যেন নির্মাণকাজ শেষ করতে পারি।
করোনার প্রকোপ ও অর্থ ছাড়ের জটিলতায়ও কিছুটা পিছিয়ে পড়লেও খুব দ্রুততার সাথে কাজ এগিয়ে চলছে। এখন সংযোগ সড়কের কাজ চলছে। আশা করছি আগামী ২/১ মাসের মধ্যে সবগুলো সেতু জনসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া সম্ভব হবে।
ব্রেস্ট ক্যানসারের সার্জারির আগে তুমুল ড্যান্স দিয়ে ভাইরাল যুবতী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।