সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে পুলিশের তৎপরতায় পাচার হওয়া থেকে রক্ষা পেয়েছে দুই শিক্ষার্থী। নিখোঁজের চার দিন পর তাদেরকে উদ্ধার কর হয়। এ ঘটনায় পাচারকারী দলের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বৃহসপতিবার (০৯ মার্চ) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়- জেলার সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম (৪৮) ও পাবনা জেলার আতাইকোলা থানাধীণ গারুলিয়া গ্রামের মো: মন্টু মিয়া (৪২) (বর্তমানে গোলড়া গ্রামের আব্দুল করিম এর বাড়ীর ভাড়াটিয়া) দ্বয় বাদী হয়ে সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের মৃত লেবু মিয়ার মেয়ে নুসরাত জাহান তানজিনা (২০), নারায়নগঞ্জের ফতুল্রা থানার হাজীগঞ্জ এলাকার মোঃ খায়রুল আলমের স্ত্রী মোসাঃ মালা বেগম @ শারমীন (৩৬) ও মোঃ হৃদয় (৩৫) সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে সাটুরিয়া থানায় মানব পাচার সংক্রান্তে একটি অভিযোগ দায়ের করেন।
গত শনিবার (০৪ মার্চ) দুপুর দুইটার দিকে আসামী নুসরাত জাহান তানজিনা, মোসাঃ মালা বেগম @ শারমীন ও হৃদয় এর সহায়তায় ঐ দুই শিক্ষার্থীকে চাকুরি দেওয়ার কথা বলে ফুসলিয়ে পাচারের উদ্দেশ্যে ঢাকায় অজ্ঞাত স্থানে নিয়া রাখে। মালা বেগম ও হৃদয় ঐ দুই শিক্ষার্থীকে বিভিন্ন স্থানে নিয়ে বিভিন্ন সময় তাদের ভয়ভীতি দেখিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের দিয়ে তাদের নিয়মিতভাবে পালাক্রমে ধর্ষণ করায়। এরপর শিক্ষার্থীদের পরিবার ও পুলিশের চাপে বুধবার সন্ধ্যার পর হৃদয় ঐ দুই শিক্ষার্থীকে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠিয়ে দেয়। অতঃপর গোলড়া বাসস্ট্যান্ডে নামার পর পুলিশ তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া নবম ও অষ্টম শ্রেণির মাদ্রাসার ওই দুই শিক্ষার্থী জানায়, সাটুরিয়া উপজেলা গোলড়া গ্রামের লেবু মিয়ার মেয়ে নুসরাত জাহান তানজিনা (২০) অনেক দিন ধরে ঢাকায় চাকুরি করেন। পরিচয় থাকার সুবাদে নুসরাত তাদের ঢাকায় কাপড়ের দোকানে চাকুরির কথা বলে। নুসরাতের কথায় তারা দুইজন ঢাকা গিয়ে চাকুরি করার সিদ্ধান্ত নেয়। এই ঘটনায় নুসরাত জাহানকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতার হওয়া নুসরাত জাহান তানজিনা জানান, হৃদয়ের সাথে ফেসবুকে তার পরিচয়। অভাবের কারণে ঢাকায় গিয়ে হৃদয়ের কথায় তিনি বিভিন্ন হোটেলে গিয়ে দেহ ব্যবসা করেন। ওই দুই শিক্ষার্থীকে তিনি হৃদয়ের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু ওই শিক্ষার্থীদের পরিবার ও পুলিশের চাপে তিনি তাদেরকে বাড়িতে পাঠানো কথা বলেন হৃদয়কে।
পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বলেন, সাটুরিয়াতে একই দিনে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। মানিকগঞ্জ জেলা পুলিশ বিষয়টি তদন্ত করে জানতে পারেন নুসরাত নামে এক নারী ওই দুই শিক্ষার্থীকে চাকুরির লোভ দেখিয়ে ঢাকায় পাচার করেছে। উদ্ধার হওয়ার শিক্ষার্থীরা জানিয়েছে, তাদেরকে অসামাজিক কাজে বাধ্য করা হয়েছে। উদ্ধার হওয়া দুই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এই চক্রটি গ্রামের সহজ সরল অপ্রাপ্তবয়স্ক মেয়েদের চাকুরির প্রলোভন দেখিয়ে প্রথমে দেহব্যবসা পরে দেশের বাইরে পাচার করে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দুই গ্রাম পুলিশের বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।