৫জন স্কুলছাত্রীর ধূমপানের ভিডিও করে দুই শিক্ষক, অতঃপর…

স্কুলছাত্রীর ধূমপান

জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে বিদ্যালয়ের ছাদে পাঁচ ছাত্রী ধূমপান করছিল। এ সময় সেই দৃশ্য ভিডিও করে দুই শিক্ষক ও এক আয়া। পরে তাদের ডেকে মারধর করার পর সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া ও অভিভাবকদের জানিয়ে দেওয়ার ভয় দেখান তারা। সেই ভয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্কুলছাত্রীর ধূমপান

মঙ্গলবার (৮ আগস্ট) নিহত ছাত্রীর নানা ও কয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার গাজীউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সোমবার (৭ আগস্ট) বিকেলে ওই ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়াও নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে আরও এক ছাত্রী।

নিহত ব্যক্তি সুলতানপুর গ্রামের ব্যবসায়ী জিল্লুর রহমানের মেয়ে জিনিয়া খাতুন (১৪)। তিনি সুলতানপুর মাহতাবুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। তবে আত্মহত্যা চেষ্টাকারী ছাত্রীর পরিচয় জানা যায়নি।

নিহতের মামা জাহিদ হোসেন জানান, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে পাঁচজন ছাত্রী ছাদে সিগারেট খাচ্ছিল। তার ভাগনি জিনিয়া সেখানে ছিল। সিগারেট খাওয়ার দৃশ্য ওয়ালিউর রহমান ও লাল্টু নামে দুই শিক্ষক এবং আয়া শিউলি খাতুন ভিডিও করে।

পরে তাদের ডেকে এনে মারপিট করে ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়াসহ টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া ও অভিভাবকদের জানানোর ভয় দেখান। কিন্তু জিনিয়া ধূমপান করে না, কীভাবে কি হলো বুঝতে পারছি না। তার ভাষ্য, স্কুল ছুটির পর বাড়িতে ফিরে শিক্ষকদের ওপর অভিমান করে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে জিনিয়া।

সাবেক মেম্বর গাজীউর রহমান জানান, ‘শিক্ষার্থীরা ভুল করতেই পারে। তাই বলে কি শিক্ষকরা এভাবে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাবে।’

সুলতানপুর মাহতাবুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিউর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ জানান, সোমবার বিকেলে কাজে উপজেলা শিক্ষা কার্যালয়ে গিয়েছিলাম। পরে একজনের মাধ্যমে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনা শুনতে পেয়েছি। তার ভাষ্য, ‘ছাত্রী তো মরেই গেছে। এখন এসব বলে কি হবে’।

ছেলের আরও এক নাম জানালেন চিত্রনায়িকা পরীমণি

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।