বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী কিছু সপ্তাহের মধ্যে টেকনো তাদের Phantom সিরিজ পেশ করতে পারে। এই সিরিজের অধীনে TECNO Phantom V Fold 2 এবং TECNO Phantom V Flip 2 স্মার্টফোন লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এর আগে বেশ কিছু সার্টিফিকেশন সাইটে এই স্মার্টফোনদুটি দেখা গেছে। এবার ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড ওয়েবসাইট (BIS) সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে, ফলে ফোনগুলি শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং স্মার্টফোনগুলির সম্প্রতি লিস্টিং এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
TECNO Phantom V Fold 2 এবং V Flip 2 এর বিআইএস লিস্টিং
সম্প্রতি ভারতীয় BIS সার্টিফিকেশন সাইটে TECNO ব্র্যান্ডিঙের অধীনে দুটি মডেল নাম্বার লিস্টেড হয়েছে।
একটি ফোন AE10 এবং দ্বিতীয়টি AE11 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। তবে এই লিস্টিং থেকে ফোনের নাম সম্পর্কে জানা যায়নি, কিন্তু আগের লিস্টিং অনুযায়ী এটি আপকামিং ফোল্ড এবং ফ্লিপ ফোন হতে পারে।
BIS সার্টিফিকেশন সাইট অনুযায়ী AE10 মডেল নাম্বারটি TECNO Phantom V Fold 2 ফোনের জন্য এবং AE11 মডেল নাম্বার Tecno Phantom V Flip 2 ফোনের হতে পারে।
জানিয়ে রাখি ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড ওয়েবসাইটের মাধ্যমে আপকামিং ফোনের মডেল নাম্বার ছাড়া আর কোন তথ্য সম্পর্কে জানা যায়নি।
TECNO Phantom V Fold 2 এবং V Flip 2 এর ডিটেইলস (অন্যান্য লিস্টিং)
গুগল প্লে কনসোলের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং Tecno Phantom V Fold 2 ফোনটিতে MediaTek MT6983Z/TCZA কোডনেম সহ চিপসেট দেওয়া হতে পারে। এটি MediaTek Dimensity 9000+ চিপসেট হবে বলে আশা করা হচ্ছে।
গীকবেঞ্চ সাইটের মাধ্যমে Dimensity 9000+ চিপসেট সম্পর্কে জানা গেছে।
TECNO Phantom V Fold 2 স্মার্টফোনটিতে 12GB RAM দেওয়া হতে পারে।
গীকবেঞ্চ সাইটের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং ফোনটি Android 14 OS সহ লঞ্চ করা হতে পারে।
TUV লিস্টিং অনুযায়ী ফোল্ডেবল মডেলে 5610mAh (2973 mAh + 2637 mAh) ডুয়েল ব্যাটারি দেওয়া হবে বলে জানা গিয়েছিল।
FCC সার্টিফিকেশন সাইটে Tecno Phantom V Flip 2 স্মার্টফোনটি দেখা গিয়েছিল।
লিস্টিং অনুযায়ী ফোনটি 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।
FCC সার্টিফিকেশন সাইট অনুযায়ী এই ফোনটিতে ডুয়েল ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি সাইজ 3410mAh + 1180mAh অর্থাৎ মোট 4590mAh হতে পারে।
Tecno Phantom V Flip 2 5G ফোনটিতে 70W ফাস্ট চার্জিং দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।