জুমবাংলা ডেস্ক : ১৮ দিনের ছুটির মাঝে ১ হাজার ৯১১টি মামলার কেস ডকেট (সিডি) উধাও হয়ে গেছে চট্টগ্রাম আদালত থেকে। অন্তত দেড় বছর ধরে সরকারি আইনজীবীর কার্যালয়ের বারান্দায় সেগুলো পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। বিচারিক কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব কেস ডকেট পাওয়া না গেলে হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণসহ বিভিন্ন মামলায় সংশ্লিষ্টদের অপরাধ প্রমাণ করা অনেকটাই অসম্ভব হয়ে উঠবে।
উধাও হওয়ার এই ঘটনা ঘটেছে চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর পিপি কার্যালয়ে। আদালতের অবকাশকালীন ছুটির কারণে গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মহানগর পিপি কার্যালয় বন্ধ ছিল। কেস ডকেটগুলো উধাও হয়েছে এই সময়ের মধ্যে। আইনজীবীরা সন্দেহ করছেন, মামলা থেকে রেহাই পাওয়ার জন্য আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে আসামিরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
ছুটি শেষে মহানগর পিপি কার্যালয় খোলার পর এ ঘটনায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভুঁইয়া চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। জায়গা-স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৯১১টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল।
গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে কেস ডকেটগুলো হারিয়ে গেছে— এমন কথা উল্লেখ করে জিডিতে বলা হয়, অনেক খোঁজাখুঁজি করেও সেগুলো পাওয়া যায়নি।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.