লেকের পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

পানিতে ডুবে

জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার পর বশেমুরবিপ্রবির ক্যাম্পাসের লেকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা হিয়া ও তাসফিয়া জাহান রিতু।

প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, বৃষ্টির সময় ওই দুই শিক্ষার্থী লেকের পাশে হাঁটছিলেন। এ সময় তাদের মধ্যে কেউ একজন পা পিছলে লেকের পানিতে পড়ে তলিয়ে যান। এসময় অপরজন তাকে বাঁচাতে পানিতে নামেন। দুজনই সাঁতার না জানায় তলিয়ে যান।

দূর থেকে বিষয়টি লক্ষ্য করে এক ছাত্র দ্রুত লেকের পাড়ে উপস্থিত হন এবং অন্যদের সহযোগিতায় তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান।

জেনে নিন প্রাকৃতিকভাবে ঘর ঠাণ্ডা রাখবেন যেভাবে

পরে সেখান থেকে তাদের ২৫০ শয্যা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান লেকের পনিতে ডুবে ওই দুই শিক্ষার্থীর মৃত্যু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।