সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে।
রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর কাউন্নারা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের মো: সোহেল হোসেন ও মো: রুবেল হোসেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্র দলের কর্মী ও উত্তর কাউন্নারা গ্রামের প্রান্ত মিয়াকে মারপিট করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ জড়িয়ে পরে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে ৩-৪টি বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। উভয় গ্রামের ৫জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সালাউদ্দিন ও আমিসহ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।