আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির একটি পাঁচ তারকা হোটেল, যেখানে এক মাস কাটাতে হলে খরচ করতে হয় লাখো রুপি। সেই হোটেলেই কিনা কোনো বিল না দিয়েই টানা দুই বছর থেকেছেন এক ব্যক্তি! সম্প্রতি রোসিট হাউস নামের সেই হোটেল থেকে পুলিশের কাছে এমনই অভিযোগ এসেছে।
রোসিট হাউস দিল্লি বিমানবন্দরের কাছেই অবস্থিত। ওই লোক এখানে মোট ৬০৩ দিন ছিলেন বলে জানিয়েছেন হোটেলের ম্যানেজার। তার বকেয়া জমেছে ৫০ লাখ রুপি (৭০ হাজার ডলার)। সেখানকার এক স্টাফের সহায়তায় লোকটি ফাঁকি দিতে পেরেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
গত মাসে এ ঘটনায় দিল্লির একটি থানায় মামলা হলেও সম্প্রতি বিষয়টি গণমাধ্যমের সামনে আসে। লোকটির নাম প্রকাশ করা হয়নি। তিনি ২০১৯ সালের ৩০ মে হোটেলে উঠেছিলেন। এক রাতের জন্য থাকবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তার সেই এক রাত পেরিয়ে শত রাত হয়েছে। ২০২২ সালের ২২ জানুয়ারি পর্যন্ত হোটেলটিতে ছিলেন ওই ব্যক্তি।
হোটেলের কার্যক্রমের মধ্যেই ছলচাতুরি করে এতদিন ছিলেন ওই ব্যক্তি। তার বিল ৫০ হাজার রুপির বেশি হলেই কর্তৃপক্ষকে জানানোর কথা। কিন্তু কোনো কর্মীই জানাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।