আন্তর্জাতিক ডেস্ক : কাউকে আড়াই হাজার মিটার উপরে ঝুলে থাকা দড়িতে হাঁটতে দেখেছেন কখনও? এ বার হয়তো দেখবেন। এর কারণ, মেঘের উপরে হাঁটার সেই দুঃসাহসী দৃশ্য এখন হুহু করে ভাইরাল হয়ে চলেছে। জার্মানির ফ্রিডি কুহেন এবং লুকাস ইর্মলার নামে দুই যুবক সম্প্রতি এক অসাধ্য সাধন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। স্ল্যাকলাইনে হেঁটে গড়েছেন এক বিশ্ব রেকর্ড। অবশ্য এ ক্ষেত্রে তাঁরা নিজেদেরই রেকর্ড ভেঙেছেন।
মাটি থেকে প্রায় ২,৫০০ মিটার কিংবা ৮,২০২ ফিট উপরে ঝুলে থাকা দড়ি দিয়ে হেঁটেছেন তাঁরা। দড়ির দুই প্রান্ত আটকানো ছিল দুটি হট এয়ার বেলুনে। বাতাসে ভেসে থাকা বেলুন দুটিতে আটকে থাকা দড়ি ভাসছিল ধবধবে সাদা মেঘের উপর। দুই দুঃসাহসী যুবক হাসতে হাসতে সেই দড়ির উপর দিয়ে হেঁটে যান। তাঁদের এই দৃশ্য দেখার সময় আপনা থেকেই নিঃশ্বাস আটকে যাবে।
দুই জার্মানের সাহস দেখে বিস্মিত দর্শক। ইর্মলা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে তাঁদের সাহসী মুহূর্তের ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। তাঁর কথায়, ‘এখনও স্বপ্নের মতো অনুভব করছি।’ তাঁদের উৎসাহ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন ইর্মলা।
তবে এই প্রথম নয়, এর আগেও এ রকম দুঃসাহসী পদক্ষেপ করেছিলেন তাঁরা। ২০২১ সালে ব্রাজিলে ১৯০০ মিটার উচ্চতায় দড়ির উপর দিয়ে হেঁটেছিলেন তাঁরা। ২০১৯ সালে আবার সবচেয়ে দীর্ঘ পথ সø্যাকলাইন করে একটি বিশ্বরেকর্ড গড়েছিলেন ইর্মলার। সেবার তিনি দড়িতে প্রায় ২ কিলোমিটার পর পার হন। কুহেন অবশ্য ২৫০ মিটার উচ্চতায় সর্বাধিক ১১০ মিটার পথ অতিক্রম করেছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।