আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের টায়ার জ্বালিয়ে মুহূর্তেই লাপাত্তা হয়ে গেছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। রোববার ভোরে উপজেলার সরকারি কলেজ গেট এলাকায় কর্মসূচি পালন করা হয়।
পরে মহাসড়কে টায়ার জ্বালানোর এ ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তারা। ঘটনার পরপরই পুলিশ ওই জায়গায় অভিযান চালায়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, চকরিয়া সরকারি কলেজের গেটে মহাসড়কের উপর কয়েকটি টায়ার ফেলে তাতে আগুন ধরিয়ে দিচ্ছে মাথায় হেলমেট পরা কয়েকজন ছেলে। পরে তারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে নানান শ্লোগান দিয়ে মুহূর্তের মাঝেই লাপাত্তা হয়ে যায়।
বিক্ষোভকারীরা মহাসড়কের উপর টায়ার জ্বালিয়ে দিলেও অন্য পাশ দিয়ে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে দেখা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও সেখানে বিক্ষোভকারি কাউকে পায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া সরকারি কলেজের সামনে মহাসড়কে টায়ার জ্বালিয়ে কয়েকজন ছেলে স্লোগান দেয়ার বিষয়টি জানতে পেরে রাতেই ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে সেখানে কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।