Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী অঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এ ব্যাপারে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ফুকুশিমা উপকূল থেকে কিছুটা দূরে সাগরপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।