আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার শহীদ আফ্রিদি। এখনো বিভিন্ন টি-টুয়েন্টি লীগ খেলে বেড়ালেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৬ সালে। অবসরের পর থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত আছেন তিনি। এবার ধর্ষণের শাস্তি নিয়ে মুখ খুললেন আফ্রিদি। তার মতে শিশু ধর্ষণকারীদের প্রকাশ্যে মৃত্যুদন্ড দেয়া উচিত।
তিনি বলেন, ‘মদিনার আদলে দেশ চালানোর সময় এসে গেছে। মদিনায় অনেক সময়ই অপরাধীদের মৃত্যুদণ্ড দেয়া হয়। এবার আমাদেরও সেই পথেই হাঁটা উচিত।’
সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কসুর জেলার চুনিয়া এলাকা থেকে হারিয়ে যায় চার নাবালিকা। এরপর প্রায় ৭০দিন পর তাদের তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজনকে খুঁজে পাওয়া যায়নি। এই তিন শিশুকে ধর্ষন ও খুনের ঘটনায় রাগে ও ক্ষোভে ফুঁসছে পাকিস্তানের মানুষ।
এ ঘটনার পরেই এ মন্তব্য করেন আফ্রিদি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেন, ‘যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া উচিত। দৃষ্টান্তমূলক শাস্তি দিলে পরবর্তীতে এমন জঘন্য অপরাধ করার কেউ সাহস পাবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।