আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একজন উবার কল করেছেন। নির্দিষ্ট গন্তব্যে আসার পর তার অ্যাপে চোখ পড়তেই হতবাক বনে গেছেন ওই উবার সেবা গ্রহীতা। কারণ তার উবারের বিল এসেছে ৭ কোটি রুপিরও বেশি। এরপর সামাজিকমাধ্যম এক্সে ঘটনাটি শেয়ার করার পর রীতিমতো ভাইরাল সেই পোস্ট। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের নয়দায়।
শুক্রবার (২৯ মার্চ) ভোরবেলা, দীপক টেঙ্গুরিয়া উবার ইন্ডিয়ার মাধ্যমে একটি অটো রাইড বুক করেছিলেন। যার ভাড়া আশা করেছিলেন মাত্র ৬২ রুপি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর দীপক দেখলেন তার অ্যাপে ৭ কোটি রুপির বেশি ভাড়া উঠেছে।
ঘটনাটি বন্ধুর সঙ্গে শেয়ার করেন দীপক। এরপর দীপকের বন্ধু আশিস মিশ্র এক্সে একটি ভিডিও (আগের টুইটার) পোস্ট করেন। এরপর ঘটনাটি প্রকাশ্যে আসে। ভিডিওতে দু’বন্ধুকে দীপকের বিল নিয়ে রসিকতা করতে শোনা যায়।
ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যায়, দীপকের বন্ধু আশিস যখন তাকে জিজ্ঞেস করেন, তোমার উবার বিলের মূল্য কত দেখাও, দীপক বলেন ৭ কোটি ৬৬ লাখ, ৮৩ হাজার ৭৬২ টাকা।
ভিডিওতে দীপককে বলতে শোনা যায়, বিলে কোনো ওয়েটিং চার্জ অন্তর্ভুক্ত করা উচিত নয় কারণ ড্রাইভারকে তার জন্য অপেক্ষা করতে হয়নি।
তারপর ক্যামেরার পেছনে একটি কণ্ঠস্বরকে বিলে জিএসটি চার্জ অন্তর্ভুক্ত করার বিষয়ে জিজ্ঞাসা করতে শোনা যায়। দীপক অবিলম্বে অস্বীকার করেন তা।
এর পরে, দীপক মজা করে বলেন যে তিনি এতগুলি শূন্য আগে একবারও গণনা করেননি।
তার মন্তব্যের জবাবে আশিস রসিকতা করে বলেন, এমনকি যদি তুমি চন্দ্রযান বুক করতে তাহলেও সেই যাত্রায় এত বিল আসত না।
ক্লিপটি এক্সে শেয়ার করে আশিস লিখেছেন, সকালে উবার ইন্ডিয়া দীপককে এতটাই ধনি বানিয়েছে যে তিনি পরবর্তীতে উবার ফ্র্যাঞ্চাইজি নেয়ার কথা ভাবছেন। ভালো কথা হলো ট্রিপ এখনো বাতিল হয়নি। ৬২ রুপিতে একটি অটো বুক করে অবিলম্বে কোটিপতি ঋণগ্রহীতা হয়ে উঠুন।
পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই, উবার ইন্ডিয়া কাস্টমার সাপোর্টের অফিসিয়াল এক্স পেজ থেকে ক্ষমা চাওয়া হয়েছে এবং দাবি করা হয়েছে যে তারা বিষয়টি দেখছেন।
তাতে লেখা, আপনার দুর্ভোগের জন্য আমরা দুঃখিত। আমরা শিগগিরই এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। দয়া করে আমাদের একটু সময় দিন। আমরা একটি আপডেট নিয়ে আপনার কাছে ফিরে আসব।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।