বিনোদন ডেস্ক : সিজলিং এবং বোল্ড লুকে বরাবরই নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ান ভারতের সমালোচিত মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। উদ্ভট এবং খোলামেলা পোশাকের কারণে নিয়মিত ট্রলের শিকার হতে হয় তাকে। এবার মাঝরাস্তায় হেনস্তার শিকার হতে হয়েছে তাকে।
জানা গেছে, বিমানবন্দরে যেতে ৬ ঘণ্টার জন্য উবারে একটি গাড়ি বুক করেছিলেন তিনি। মাঝরাস্তায় দুপুরের খাবার খেতে নামলে তার মালামাল নিয়ে উবার চালক পালিয়ে যান।
এ প্রসঙ্গে টুইটারে উরফি লিখেছেন, উবারে দিল্লিতে যেতে খুব বাজে অভিজ্ঞতা হলো। ছয় ঘণ্টার জন্য গাড়িটি বুক করেছিলাম। দুপুরের খাবার খেতে নামলে গাড়ির চালক আমার মালামাল নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে আমার এক পুরুষ বন্ধুর সহযোগিতায় সেই চালক এক ঘণ্টা পর ফিরে আসেন।
তিনি আরও লেখেন, গাড়িটির চালক যখন ফিরে আসেন, তখন তিনি মাতাল ছিলেন। ওই ব্যক্তি হাঁটতেই পারছিল না। টলতে টলতে সে মিথ্যা বলতে থাকে।
প্রসঙ্গত, ভক্তদের সঙ্গে কীভাবে যোগাযোগ রাখতে হয়, সেটা উরফির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। নিয়মিত ছবি ও ভিডিও দিয়ে থাকেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।