বিনোদন ডেস্ক : কলকাতার টেলিভিশন পর্দার জনপ্রিয় মুখ সমতা। কম বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। সমতা যখন মাত্র দ্বিতীয় শ্রেণিতে তখন থেকেই অভিনয় শুরু করেন। ‘জন্মভূমি’ সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন।
আর ফিরে তাকাতে হয়নি সমতাকে। ‘এক আকাশের নীচে’ ধারাবাহিকেও তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। তবে জনপ্রিয়তা পেলেও হঠাৎ করেই ছোটপর্দা থেকে হারিয়ে যান অভিনেত্রী। পরে নিজেই জানিয়েছিলেন, সে সময়ে বিয়ে করে অন্তরালে চলে গিয়েছিলেন। তাই কিছু সময়ের জন্য অভিনয়কে বিদায় জানাতে হয়েছিল তাঁকে।
সমতা জানান, উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই পালিয়ে বিয়ে করে নিয়েছিলেন তিনি। তাঁর পরিবার একটু রক্ষণশীল ধরনের। অত কম বয়সে মেয়ে প্রেম করবে সেটা মানতে পারবে না বলে জানানওনি বাড়িতে। মেয়ের এই কাণ্ডে খুব আঘাত পেয়েছিলেন তাঁর মা-বাবা। অত কম বয়সে ভালো ক্যারিয়ার ছেড়ে বিয়ে করার জন্য নিন্দাও কম শুনতে হয়নি সমতাকে। এমনকি অনেকে এটাও বলেছিলেন, বিয়ে হওয়া মানে সমতার অভিনয় ক্যারিয়ার শেষ হয়ে যাবে।
কিন্তু হার মানেননি তিনি। বিয়ের পর সংসার সামলে সেটে ফিরেছিলেন সমতা। নতুন করে করুণাময়ী রাণী রাসমণি, গৌরী এলো আর এখন বোধিসত্ত্বর বোধবুদ্ধিতে তাঁকে পেয়ে উচ্ছ্বসিত দর্শক। কিন্তু আগের সমতা আর এখনকার সমতার মধ্যে অনেক পার্থক্য।
সমতাকে এখন মা, কাকিমা, শাশুড়ির চরিত্রেই বেশি দেখা যায়। তিনি বলেন, নায়িকা হওয়ার বয়স ১৫ থেকে ২৫-এর মধ্যে। সে সময়টা অভিনয় থেকে দূরে থাকতে হয়েছিল তাঁকে। তবে মা কাকিমার চরিত্র পেলেও খুব একটা আফসোস নেই সমতার। নিজের অভিনয় প্রতিভা দেখাতে পারলেই খুশি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।