Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সোমবার রাতে বর্ধমানের কাঞ্চননগর এলাকা থেকে উদ্ধার হল একটি বিলুপ্তপ্রায় জংলী খরগোশ।
বর্ধমান অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য অর্ণব দাস জানিয়েছেন, সোমবার রাতে ওই এলাকা থেকে তিনি এই খবর পেয়ে এলাকার বাসিন্দা কার্তিক দাসের বাড়ি থেকে ওই জংলি খরগোশটিকে উদ্ধার করেন। অর্ণববাবু জানিয়েছেন, সম্ভবত শিয়ালের তাড়া থেকে বাঁচতে ওই বাড়িতে ঢুকে পড়ে খরগোশটি।
খরগোশটির বয়স আনুমানিক ৪০ দিন। আগে বর্ধমান এলাকায় প্রচুর এই জংলী খরগোশ পাওয়া যেত। কিন্তু চোরাশিকারি ও শিকার উৎসবের জন্য আজ বিপন্ন হয়ে গেছে এরা। এই ছোট খরগোশটি উদ্ধার হওয়ায় তাঁরা আশার আলো দেখতে পাচ্ছেন। তিনি জানিয়েছেন, কিছুদিন পর একটু বড় হলে এই বাচ্ছা খরগোশটিকে ওই এলাকাতেই ছেড়ে দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।