উদ্বোধনী অনুষ্ঠানে ধোনির পা ছুঁলেন অরিজিত

ধোনী

স্পোর্টস ডেস্ক : আইপিএলের জমজমাট উদ্বোধন হয়ে গেছে। আহমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে বলিউডের বেশ কয়েকজন নামকরা পারফরমারের পারফরম্যান্সের পর ঘোষণা করা হয় উদ্বোধনের। এরপর উদ্বোধনী ম্যাচও অনুষ্ঠিত হয়ে গেছে। তবে, একদিন পার হলেও উদ্বোধনী অনুষ্ঠানের একটি ঘটনা এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ধোনী

যে ঘটনায় হৃদয় ছুঁয়ে গেছে সবার। এই মুহূর্তে ভারতে অন্যতম সেরা সঙ্গীত শিল্পী হলেন অরিজিত সিং। যার লাইভ কনসার্ট উপভোগ করতে খরচ করতে হয় লক্ষ লক্ষ টাকা। ভক্তরাও দেদার সেই টাকা উড়িয়ে থাকেন অরিজিতের গান শোনার জন্য।

কিন্তু সেই অরিজিতও যখন উদ্বোধনী মঞ্চে মহেন্দ্র সিং ধোনির মত ক্রিকেটারের পা ছুঁয়ে প্রণাম করেন, তখন বিস্ময়ে চোখ কপালে ওঠে ভক্ত-সমর্থকদের। অরিজিত সিং যে সত্যিই ‘মাটির মানুষ’- তা বুঝিয়ে দিলেন এই একটি কর্মকাণ্ডে।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেই সাবেক ভারতীয় এবং বর্তমান চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করলেন অরিজিত। ধোনি এ সময় খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। হাত দিয়ে আটকানোরও চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগেই সাবেক এই ভারতীয় ক্রিকেটারের পা ছুঁয়ে ফেলেছেন অরিজিত।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষদিকে বিসিসিআই সভাপতি রজার বিনি ও সেক্রেটারি জয় শাহ এবং উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ককে মঞ্চে ডাকেন সঞ্চালিকা। ধোনি মঞ্চে উঠে আসার সঙ্গে সঙ্গেই সুযোগ বুঝে তাকে প্রণাম করে নেন অরিজিত।

৪ বছর বয়সে বিশ্ব রেকর্ড

তার আগেই অবশ্য নিজের সুরের মূর্ছনায় মোতেরা স্টেডিয়ামের লক্ষাধিক দর্শককে নাচিয়েছেন এই সঙ্গীত শিল্পী। অরিজিতের কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছেন সবাই। ৩৫ মিনিটের পারফরম্যান্সে তিনি যেন অন্য জগতে পৌঁছে দিয়েছিলেন শ্রোতাদের। তার গানে তাল মিলিয়ে দুলতে দেখা গেছে খোদ ধোনিকেও। অরিজিতের পর পারফর্ম করেছেন রশ্মিকা মন্দানা এবং তামান্না ভাটিয়াও।