ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি : পেন্টাগন

অ্যালিয়েন বা ভিনগ্রহের প্রাণী

আন্তর্জাতিক ডেস্ক : অ্যালিয়েন বা ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বের কোনো প্রমাণ এখনোু পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। গত শতাব্দীতে ইউএফও দেখার বিষয়ে বিভিন্ন প্রতিবেদন নিয়ে তদন্তের পর এমন সিদ্ধান্তে আসে পেন্টাগন। শুক্রবার তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলে মার্কিন এই দপ্তর।

অ্যালিয়েন বা ভিনগ্রহের প্রাণী

পেন্টাগনের তদন্তের সবশেষ ফলাফল এই বিষয়ে সরকারের আগের করা প্রতিবেদনগুলোর সঙ্গে মিল পাওয়া যায়। সকল তদন্তের সকল ধাপেই এই বিষয়টি পাওয়া গেছে যে, ইউওফও দেখতে পাওয়ার বেশিরভাগই ছিল সাধারণ কোনো বস্তু বা ঘটনা, যেগুলো ভুলভাবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে ১৯৪৫ সালের পর থেকে যুক্তরাষ্ট্র সরকারের ইউএফও বিষয়ে নানা প্রতিবেদন যাচাইবাছাই করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইউএফও নিয়ে যুক্তরাষ্ট্র সরকার বা দেশটির কোনো বেসরকারি প্রতিষ্ঠান এ বিষয়ক তথ্য গোপন রাখার চেষ্টা করেনি।

কেন এমন তদন্ত

গত কয়েক বছর ধরেই ইউএফও বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন আবেদন জমা পড়েছে। ২০২১ সালে সরকার এমন ১৪৪টি ঘটনা বিশ্লেষণ শেষে জানায়, ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বের কোনো প্রমাণ নেই। সেসময় এ বিষয়ে আরো কার্যকর তথ্য সংগ্রহের তাগিদ দেওয়া হয়।

এরপর গত বছর যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এক গোয়েন্দা কর্মকর্তার দাবির পর বিষয়টি আবারও সামনে আসে। ওই কর্মকর্তা দাবি করেন, যুক্তরাষ্ট্র সরকার ইউএফও বিষয়ে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা গোপন রাখছে।

পুরুষের এই গুণটি মেয়েদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে

এমন অবস্থার পরিপ্রেক্ষিতেই তদন্ত প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। তদন্তের আরেকটি অংশ পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানা গেছে।