জুমবাংলা ডেস্ক : প্রেমিকার মন জয় করতে সিংহের খাঁচায় ঢুকে পড়লেন এক যুবক। আর এরপরেই সিংহের আক্রমণে প্রাণ হারাতে হল তাকে। ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানের পারকেন্টে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এক প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক তার বান্ধবীর মন জয় করার জন্য সিংহের খাঁচায় প্রবেশ করেছিলেন। অতিরিক্ত আত্মবিশ্বাসই মর্মান্তিক পরিণতি ডেকে আনল। ৪৪ বছর বয়সী ওই যুবকের নাম এফ ইরিসকুলভ। তিনি ওই চিড়িয়াখানারই কর্মী। ঘটনার দিন নাইট শিফটে কাজ করছিলেন তিনি। ভোর পাঁচটা নাগাদ সিংহের খাঁচায় ঢুকে পড়েন ওই যুবক।
ভিডিওতে দেখা গেছে, খাঁচার তালা খুলে সিংহদের কাছে যান। ইরিসকুলভ একটি সিংহকে সিম্বা নাম ধরে ডাকছিলেন। সিংহটিকে নির্দেশ দিচ্ছিলেন চুপ থাকার জন্য। সিংহদের মাঝে থাকলেও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ক্যামেরা ঘুরিয়ে নিজের মুখ দেখান। এক পর্যায়ে তিনি এক সিংহকে ছুঁয়ে দেখান যে পশুরাজ কিচ্ছু করবে না তাকে। কিছুক্ষণের মধ্যেই একটি সিংহ ইরিসকুলভের ওপর আক্রমণ করে। ভিডিওতে দেখা যায়, সিংহরা তাকে ছিন্নভিন্ন করে ফেলে। প্রচণ্ড চিৎকার শোনা যায়। এরপরেই ভিডিও বন্ধ হয়ে যায়।
https://inews.zoombangla.com/ek-minite-jiv-die-fak-fdwlihfq2a/
চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, ইরিসকুলভকে মেরে তার শরীরের বেশ কিছু অংশ খেয়ে ফেলে সিংহগুলি। মৃতদেহ উদ্ধার করতে উদ্ধারকারীরা ঘুমপাড়ানি গুলির সাহায্য নেন। অভিযানের পর সিংহগুলোকে বিশেষ খাঁচায় ফিরিয়ে নেওয়া হয়েছে।
আশেপাশের অন্য কেউ ক্ষতিগ্রস্ত হননি। স্থানীয় বাসিন্দাদের জন্য আর কোনও বিপদের আশঙ্কা নেই। তবে চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
তথ্য সূত্র- লাইভমিন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।