স্পোর্টস ডেস্ক: গত ফেব্রুয়ারির শেষ দিক থেকেই ইউক্রেনে খেলার বলের বদলে উড়ছে বোমা, মর্টারশেল। রাশিয়ার সেনাদের আগ্রাসনে ইউরোপের এই দেশটির জনজীবন স্থবির হয়ে পড়েছে। যুদ্ধ পরিস্থিতিতে বাতিল হয়েছে ইউক্রেনের ফুটবল লিগ।
বিভীষিকাময় অবস্থায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও দেশটির জাতীয় দল অংশ নেওয়া ছিল অনিশ্চয়তার দোলাচলে।
তবে সেই অনিশ্চয়ার কুয়াশা কাটিয়ে মাঠে ফিরেছে ইউক্রেনের জাতীয় ফুটবল দল।
আগামী ১ জুন স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচটি খেলবেন জেলেনস্কির দেশের ফুটবলাররা।
সেই ম্যাচ জিতলেই আসন্ন কাতার বিশ্বকাপে জায়গা পেয়ে যাবে দলটি।
ম্যাচটি জেতাই এখন বড় চ্যালেঞ্জ। কারণ যুদ্ধের কারণে গত দুই মাস মাঠেই নামা হয়নি ইউক্রেনের খেলোয়াড়দের। তাদের মানসিক অবস্থায়ও সুবিধার নয়।
তবে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে জার্মানিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ইউক্রেন। সেই ম্যাচটি জিতেও নিয়েছেন তারা।
জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইউক্রেন। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটিই ছিল তাদের প্রথম ম্যাচ।
Sharing the love at #BMGUKR! 🔵🟡 pic.twitter.com/oOa1oc0DGt
— Bundesliga English (@Bundesliga_EN) May 11, 2022
২০ হাজার দর্শক জার্মানির বরুশিয়া পার্কের গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেছে। এদের মধ্যে চিল ইউক্রেনের নাগরিকরাও। তাদের জন্য ম্যাচটি বিনামূল্যে দেখার সুযোগ ছিল।
জানা গেছে, ম্যাচ থেকে প্রাপ্ত আয়ের পুরো অর্থ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কাজ করা দাতব্য প্রতিষ্ঠানগুলোকে প্রদান করা হবে।
তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।