আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াও ইউক্রেন যুদ্ধের অবসান চায় এবং এটি অনিবার্যভাবে একটি কূটনৈতিক সমাধানের সঙ্গে সংশ্লিষ্ট। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মার্কিন সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেয়ার এক দিন পর পুতিন এ মন্তব্য করলেন। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘সামরিক সংঘর্ষ চালিয়ে যাওয়া আমাদের লক্ষ্য নয়; বরং এই যুদ্ধের অবসান ঘটানোই আমাদের লক্ষ্য। আমরা এ যুদ্ধের অবসানের জন্য চেষ্টা করব এবং তা অবশ্যই যত তাড়াতাড়ি হয়, ততই মঙ্গল।’
রাশিয়া ক্রমাগত বলছে, মস্কো আলোচনার জন্য উন্মুক্ত। কিন্তু ইউক্রেন এবং তার মিত্রদের ধারণা, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার ব্যর্থতার পর সময়ক্ষেপণের জন্য চক্রান্ত হিসেবে রাশিয়া এ কথা বলছে।
পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমি অনেকবার বলেছি, শত্রুতার তীব্রতা অযৌক্তিক ক্ষতির দিকে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘সব সশস্ত্র সংঘাত কোনো না কোনোভাবে কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে শেষ হয়। একটু আগে বা পরে, সংঘাতের মধ্যে থাকা যেকোনো পক্ষ বসে একটি চুক্তি করে। যারা আমাদের বিরোধিতা করে, তাদের কাছে যত তাড়াতাড়ি এ উপলব্ধি আসে, ততই মঙ্গল। আমরা কখনোই এর সম্ভাবনা ত্যাগ করিনি।’
রাশিয়া অবশ্য বরাবরই বলছে, যুদ্ধের অবসানে আলোচনা করতে ইউক্রেনই অস্বীকার করছে। তবে কিয়েভের দাবি, মস্ককে অবশ্যই তাদের আক্রমণ বন্ধ করতে হবে এবং তাদের দখল করা সব অঞ্চল ছেড়ে দিতে হবে।
এদিকে প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিষয়ে বলেন, রাশিয়া এটি মোকাবিলার একটি উপায় খুঁজে বের করবে। এর আগে বুধবার (২১ ডিসেম্বর) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।