আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পালটা আক্রমণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, তাদের (ইউক্রেনের) সেনাবাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।
মঙ্গলবার রাতের একটি ভিডিও ভাষণে ভ্লাদিমির পুতিন বলেন, সেনারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
যুদ্ধ সংবাদদাতাদের এক সভায় বক্তৃতাকালে তিনি বলেন, কিয়েভের ক্ষতি একটি ‘বিপর্যয়’ পর্যায়ে পৌঁছেছে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
ইউক্রেনীয় সেনাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিটি মিটার ইউক্রেনীয় ভূমি রাশিয়ান শত্রু কাছ থেকে মুক্ত করা হচ্ছে।
এর আগে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি টেলিগ্রামে লিখেছিলেন, আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করছি, এগিয়ে যাচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।