আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি নকল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে জেলেনস্কি ইউক্রেনের সেনাদের অস্ত্র তুলে দেওয়ার আহ্বান জানান বলে প্রচার করা হয়।
নকল ভিডিওটিতে যদিও জেলেনস্কির ঠোঁট অডিওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দেখা গেছে, তবে তার মাথাটি যে জোড়া লাগানো হয়েছে তা বুঝা যায় এবং ভয়েসটি তার মতো শোনায় না।
এমনকি আগের দিন ইউক্রেনীয় টিভি চ্যানেল ইউক্রেইনা ২৪ এর ওয়েবসাইটেও নকল ভিডিওটি পোস্ট করা হয়। সেইসঙ্গে ওই বার্তা টিভি স্ক্রলে দেখানো হয়।
ইউক্রেইনা ২৪ এক বিবৃতিতে বলেছে, তাদের ওয়েবসাইট ও টিকার হ্যাক করা হয়েছে। ওয়েবসাইটটি বর্তমানে অ্যাক্সেসযোগ্য নয়।
জেলেনস্কি এই ভিডিও নকল বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি তার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, রাশিয়ান সেনারা তাদের অস্ত্র রেখে বাড়ি চলে যাক, তিনি শুধু এই পরামর্শ দিতে পারেন।
নকল ভিডিও ক্লিপটি সম্ভবত ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। সাধারণত একজনের মুখ অন্যের সঙ্গে প্রতিস্থাপন করে এমনটি করা হয়। যদি এটি নিশ্চিত করা হয়, তাহলে জেলেনস্কির এই নকল ক্লিপটি এ যুদ্ধের প্রথম ডিপফেক হবে।
সূত্র : বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।