আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের গল্পগুলো এখন শুধুই ধ্বংস আর আতঙ্কের। তবু জীবন থেমে নেই। রাশিয়ার আগ্রাসনে চারপাশে মৃত্যু আর ধ্বংসস্তূপের মাঝেই খারকিভ শহরের এক জুটি তাদের বিয়ে সেরেছেন।
বিয়ের আনুষ্ঠানিকতা সারার পর আনাস্তাসিয়া গ্রাচোভা এবং আন্তন সকোলভ দম্পতি শহরের বিপন্ন মানুষদের মধ্যে ওষুধ বিতরণ করেন।
তাদের বিয়ের অনুষ্ঠানটা হয়েছে শহরের এক পাতাল রেলস্টেশনে। রুশ বাহিনীর বোমা ও গোলা হামলা থেকে বাঁচতে পাতাল রেলস্টেশন আর বাড়ির ভূগর্ভস্থ কক্ষগুলো ইউক্রেনীয়দের বড় আশ্রয় হয়ে উঠেছে। রুশ সেনারা সম্প্রতি ইউক্রেনের কিছু অংশ থেকে চলে গেছে। কিন্তু দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এখনো ঘন ঘন বোমাবর্ষণ চলছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, ইউরোপীয় এক্সপার্ট অ্যাসোসিয়েশনে কর্মরত গবেষক মারিয়া আভদিভা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টুইটারে তিনি বলেন, আন্তন ও আনাস্তাসিয়ার এখনই মধুচন্দ্রিমায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
তিনি আরো বলেন, ‘একদিন ওরা সাগরসৈকত আর পামগাছে ঘেরা সুন্দর একটা জায়গায় যেতে চায়। এর আগে আমাদের একটি যুদ্ধে জিততে হবে। এবং সামনে আছে কঠিন দিন। তবে সব অসুন্দরের চারপাশ ঘিরে ছিল আশা, সৌন্দর্য আর ভালোবাসা। ’
সূত্র : বিবিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।