আন্তর্জাতিক ডেস্ক : মস্কোর আকাশে উড়ন্ত অবস্থায় ইউক্রেনের দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোন দুটির মধ্যে একটি মস্কো শহরের কেন্দ্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ধ্বংস হয়। দুটি ড্রোনই ধ্বংস হয়ে অনাবাসিক ভবনে আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেনের কৃ্ষ্ণসাগরীয় বন্দর ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে কিয়েভ ‘প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই মস্কোর আকাশসীমায় ইউক্রেনের ড্রোন ধ্বংসের কথা জানালো রাশিয়া।
এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘দুটি ড্রোন ব্যবহার করে কিয়েভের শাসকদল মস্কো শহরের বিভিন্ন স্থাপনায় যে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছিল তা নস্যাৎ করা হয়েছে।’এতে বলা হয়, ‘ড্রোন দুটি ধ্বংস করা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।’
আগুন নেভাতে যাওয়ার পথে দুর্ঘটনা, ফায়ার সার্ভিসের চালকসহ নিহত ২
সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংস হওয়া ড্রোন দুটির একটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে কমসোমলস্কি এলাকায় এবং আরেকটি লিখাচেভা স্ট্রিটের বিজনেস সেন্টারে আঘাত হানে।
মস্কোর মেয়র সার্জেই সবইয়ানিন জানান, স্থানীয় সময় ভোররাত ৪টার দিকে ড্রোন হামলার ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।