আন্তর্জাতিক ডেস্ক : কিয়েভে গত রাতে রুশ বাহিনীর দুই ডজনেরও বেশি ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে অধিকৃত ক্রিমিয়া ভূখণ্ডের কাছাকাছি ইউক্রেনের আটটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। সম্প্রতি হামলায় মূল অনুসঙ্গ হয়ে উঠেছে সামরিক ড্রোন।
রোববার ইউক্রেন ও রাশিয়া এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, শহরের ঐতিহাসিক পোডিল এলাকায় একজন আহত হন। একটি পার্কের কাছে আগুনও লেগে যায় ড্রোন হামলায়।
কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিক জানাননি তিনি।
সামরিক প্রশাসন জানিয়েছে, বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ দার্নিতস্কি, সোলোমিয়ানস্কি, শেভচেঙ্কিভস্কি, সোভিয়াতোশিনস্কি এবং পোডিল জেলায় পড়েছে। এতে আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের প্রাণকেন্দ্রে অন্তত ১০টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় রাশিয়া জড়িত কিনা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেশটির।
অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধ পালটা ড্রোন হামলার অভিযোগ তুলেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের আটটি ড্রোন ধ্বংস করেছে।
গত কয়েক মাসে ইউক্রেন যুদ্ধে অধিকাংশ হামলায় ড্রোন ব্যবহার করতে দেখা গেছে রাশিয়াকে। যার অধিকাংশ ইরানের তৈরি শাহেদ ড্রোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।