ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশ থেকে ‘বড় আকারে’ সামরিক কার্যক্রম কমানোর বিষয়ে সম্মত হয়েছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার ইস্তানবুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান শান্তি আলোচনায় এ সিদ্ধান্ত হয়।
মস্কো বলছে, সফল শান্তি আলোচনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত এসেছে।
বৈঠকের পর রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্দার ফোমিন ঘোষণা দেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা ‘বাস্তাবিক’ পর্যায়ে পৌঁছানোর অংশ হিসেবে রাশিয়া কিয়েভ ও চেরনিহাভ শহরের কাছ থেকে ‘বড় আকারে’ সামরিক কার্যক্রম কমিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছে।
রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কিয়েভে দুই দেশের নেতাদের বৈঠকের বিষয়েও সম্মত হয়েছে রাশিয়া। এর পরই একটি শান্তিচুক্তিতে সই করবেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এ প্রেক্ষাপটে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি তুরস্কের এ আলোচনাকে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, তার প্রতিনিধিরা কিয়েভ যা চায়, তার একটি পরিষ্কার রূপরেখা পেয়েছেন।
লিখিত প্রস্তাবে ইউক্রেনের নিরপেক্ষ জাতি হিসেবে আত্মপ্রকাশের বিষয়টি অন্তর্ভূক্ত রয়েছে। সেখানে উল্লেখ আছে, ইউক্রেন কখনোই পারমাণবিক অস্ত্রসহ গণবিধ্বংসী অস্ত্র সংগ্রহের চেষ্টা চালাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।