আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ প্রায় দু’বছর হতে চললো। এবার শেষমেশ কি তা থামার পথে? লড়াই না থামলেও যুদ্ধের প্রতিকূলতা এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গিয়েছে। আর যার নেপথ্যে রয়েছে ইঁদুর!
আসলে ইঁদুরের আক্রমণে বেশ ক্ষতির মুখে পড়েছে রাশিয়ান সেনা। নিস্তার পায়নি ইউক্রেনের সেনাবাহিনীও। একদিকে, কনকনে ঠান্ডা ও অন্যদিকে ইঁদুরের প্রজননকালের জেরে খারকিভ প্রদেশ ছেয়ে গিয়েছে হাজার হাজার ইঁদুরে।
সেনার বুট, জামা থেকে অস্ত্র, সবেতেই যারা দিচ্ছে কামড়। এমনকী উৎপাত এতটাই বেড়েছে যে, জ্বর-বমির মতো শারীরিক সমস্যায় ভুগছেন সেনারা।
প্রথম বিশ্বযুদ্ধ যখন খানিক থমকে গিয়েছিল তখন দেখা গিয়েছিল একই রকম ছবি। শেষমেশ তাহলে ইঁদুরের আক্রমণে কি আনবে কাঙ্খিত যুদ্ধবিরতি!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।