আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযান চালাতে এসে প্রাণ হারানো রুশ সেনাদের চিহ্নিত করতে এবং তাদের পরিবারকে বিষয়টি অবহিত করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে ইউক্রেন।
ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে নিহত রুশ সেনাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ। খবর রয়টার্সের।
ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছেন মিখাইলো ফেদোরভ। বুধবার তিনি গণমাধ্যমকে বলেন, নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান ক্লিয়ারভভিউ এআই আমাদের এ প্রযুক্তি দিয়ে সহায়তা করছে।
ক্লিয়ারভভিউর প্রতিষ্ঠাতার দেওয়া তথ্যমতে, রুশ সামাজিক মাধ্যম ভিকনটাকটির মাধ্যমে তারা অন্তত ২ কোটির বেশি ছবি হাতে পেয়েছে।
ইউক্রেনকে তারা বিনামূল্যে এ সেবাটি দিচ্ছে এবং তারা এ সংক্রান্ত কোনো তথ্যই রাশিয়াকে সরবরাহ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে ইউক্রেন তাদের মরদেহ দাবি করতে রাশিয়ানদের জন্য একটি অনলাইন ফর্ম তৈরি করেছে। ইউক্রেনের দাবি, এ পর্যন্ত ১৫ হাজারের বেশি রুশ সৈন্য মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।