আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দেওয়া বহু প্রতীক্ষিত সেই ‘গুচ্ছবোমা’ হাতে পেয়েছে ইউক্রেন। এই বোমা হাতে পেয়ে রাশিয়াকে সতর্ক করেছেন ইউক্রেনীয় ব্রিগেডিয়ার জেনারেল অলেক্সান্ডার টারনাভস্কি।
বৃহস্পতিবার বিকালে এই মারণাস্ত্র পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে পেন্টাগন ও ইউক্রেন। খবর সিএনএনের।
আলেক্সান্ডার টারনাভস্কি বলেন, আমরা গুচ্ছবোমা (ক্লাস্টার বোমা) হাতে পেয়েছি। আমরা এখনো সেটি ব্যবহার করিনি, তবে যুদ্ধ ক্ষেত্রের আমূল পরিবর্তনের জন্য এটি ব্যবহার হতে পারে।
তিনি বলেন, শত্রুপক্ষ অবশ্য বুঝেছে যে গুচ্ছবোমা পাওয়ার পর আমাদের কী সুবিধা হবে। রাশিয়ানরা মনে করেন যে, আমরা এটিকে সামনের সমস্ত এলাকায় ব্যবহার করব। তবে আমরা সেটি কখন করব না।
উচ্চপদস্থ কর্মকর্তারা উদ্বেগ কমানোর চেষ্টা করেছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বৃহস্পতিবার সিএনএনকে বলেছেন, ইউক্রেনীয়রা শুধু উপযুক্ত জায়গায় গুচ্ছবোমা ব্যবহার করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।