উল্টে পরে থাকা কচ্ছপকে সাহায্যে এগিয়ে এলো মোষ, তুমুল ভাইরাল ভিডিও

মোষ

জুমবাংলা ডেস্ক : মানুষ শুধু উপকারী নয়, অন্যান্য প্রাণীও উপকারী হয়ে থাকে। শুধু তাই নয়, বর্তমান যুগে মানুষের থেকে অন্যান্য বন্যপ্রাণীরা কম হিংস্র। তারা একে অপরকে সহায়তা করে। এই নিয়ে তাদের মধ্যে কোন অহং বোধও জন্ম নেয় না। তারা সহযোগিতা করেই নিজের মতো নিজের কাজের দিকে এগিয়ে যায়।

মোষ

এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার। একটি কচ্ছপ কোন কারনে উল্টে গিয়েছিল। আর আমরা জানি কোন কচ্ছপ দীর্ঘদিন উল্টে থাকলে তার মৃত্যু অবধারিত।

একসময় বর্বর ইংরেজ জাতির মধ্যে কচ্ছপ উল্টে দেওয়ার প্রতিযোগিতাও দেখা যেত। আর এই উল্টে থাকা কচ্ছপগুলি দীর্ঘদিন সোজা হতে না পেরে ধীরে ধীরে মারা যেত।

এবারে ঘটনায় আসা যাক। উল্টে যাওয়া কচ্ছপ থেকে দেখতে পায় একটি মহিষ। ছোট্ট ভিডিও মধ্যে দেখা যাচ্ছে, উল্টে যাওয়া কচ্ছপটিকে উদ্ধার করার জন্য মহিষটি ছুটে আসে এবং তাকে সোজা হতে সাহায্য করে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গত ২১ শে জুন ‘Dogs and Wild Animals’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওটি ইতিমধ্যেই ৫.১ মিলিয়ন ভিউজ পেয়েছে। লাইক করিয়েছে ১৯০০০ এর বেশি। মহিষটির এমন সাহায্য দেখে তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকেরা। কমেন্ট বক্স প্রশংসা সূচক বহু কমেন্টে ভরে গিয়েছে।

বর্তমান সোশ্যাল মিডিয়ার জগতে এই ধরনের ভিডিও প্রায় দেখতে পাওয়া যায়। মানুষ এই ভিডিওগুলো কে উপভোগও করে। শুধু উপভোগ না বন্যপ্রাণীদের থেকে মানুষের হয়তো এখনো অনেক কিছু শেখার আছে।

যখন একটা মানুষ অন্য মানুষকে নিজের স্বার্থ ছাড়া সাহায্য করে না, তখন নিঃস্বার্থভাবে এই সাহায্য দেখে মানুষ যদি কিছু শিখতে পারে তবে তা মানব জাতির জন্যই মঙ্গল।