বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এসার ব্র্যান্ডের এইচএ২২০কিউ মডেলের নতুন একটা আলট্রা থিন মনিটর বাজারে নিয়ে এলো প্রযুক্তিপণ্য সেবাদাতা প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
স্টাইলিশ লুকের মিল্কি হোয়াইট স্ট্যান্ড সম্বলিত এবং জিওমেট্রিক কাটিং-এর এই মনিটরের ফুল এইচডি ডিসপ্লেটি আইপিএস প্রযুক্তিতে তৈরি। ফলে এতে পাওয়া যাবে প্রিমিয়াম কালার পারফরমেন্স। এর ডিসপ্লে রেজ্যুলুশন ১৯২০*১০৮০ এবং কালার একিউরেসি রেট ৯৯.৯%।
১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল থাকার কারণে ভিউইং-এর ক্ষেত্রে পাওয়া যাবে সর্বোচ্চ ভিজিবিলিটি। এর একটি চমৎকার ফিচার হচ্ছে মনিটরটি নতুন জিরো ফ্রেম ডিজাইন। ফলে ব্যবহারকারী পাবে সিমলেস ভিজুয়াল এক্সপেরিয়েন্স। মনিটরটির রেসপন্স টাইম ৪ মিলিসেকেন্ড। এতে এএমডি ফ্রি সিংক প্রযুক্তি থাকার কারণে গেম বা ভিডিও চলাকালিন এটি ল্যাগ করে না। ফলে আপনার গেমিং হবে স্মুথ এবং ফাস্ট।
কমফোর্টেবল ভিউইং-এর জন্যে এই মনিটরটিকে সুবিধা মতো মাইনাস ৫ থেকে ১৫ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত টিল্ট করা যাবে। এদিকে, নিখুঁত সাউন্ডের জন্যে এতে রয়েছে দুটি বিল্ট ইন ২ ওয়াট স্পিকার। স্বাভাবিক ভাবে আমরা আই কেয়ার নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় থাকি। তাই দীর্ঘক্ষণ যারা মনিটরের সামনে বসে কাজ করেন, তাদের জন্যে এতে রয়েছে এসার ভিশন কেয়ার প্রযুক্তি যা আই স্ট্রেইন কমাতে সহায়তা করে।
মনিটরটিতে ইনপুট পোর্ট হিসেবে থাকছে ভিজিএ পোর্ট, এইচডিএমআই পোর্ট এবং অডিও পোর্ট। ৩ বছরের ওয়ারেন্টিসহ মনিটরটির খুচরামূল্য ১৪ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।