বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জ্বালানি চালিত মোটরসাইকেলের পাশাপাশি ব্যাটারি চালিত টু হুইলার কেনার প্রবণতা বাড়ছে দেশে। বিগত কয়েক মাস ইলেকট্রিক স্কুটারে ছেয়ে ছিল বাজারে। এবার ইলেকট্রিক মোটরসাইকেলের বাজার ভরাট করতে নেমে গেছে একাধিক সংস্থা। 2022 সালের নভেম্বরে লঞ্চ হয় হাই স্পিড ই-বাইক আল্ট্রাভায়োলেট এফ77। তুখোড় ফিচার্সের সঙ্গে লম্বা রেঞ্জ অফার করা হয়েছে এই মোটরসাইকেলে। লঞ্চ হওয়ার 3 মাসের মাথায় বাইকের ডেলিভারি শুরু করে দিল সংস্থা। ইতিমধ্যে হাই স্পিড ইলেকট্রিক মোটরসাইকেলের চাবি পেতে শুরু করেছেন বহু গ্রাহক।
বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা আল্ট্রাভায়োলেট জানিয়েছে, তাদের লক্ষ্য দেশজুড়ে ডিলারশিপ নেটওয়ার্ক তৈরি করা। জাতীয় বাজারের সঙ্গে আন্তর্জাতিক বাজারে নিজেদের উপস্থিতি গড়ে তুলতে চায় সংস্থা। যার জন্য সম্প্রতি 120 মিলিয়ন ডলারের বিনিয়োগ পাওয়ার লক্ষ্যস্থির করেছে আল্ট্রাভায়োলেট। ইতিমধ্যে সংস্থার ঝুলিতে রয়েছে 55 মিলিয়ন ডলারের তহবিল।
এই ইলেকট্রিক বাইকের বুকিং করা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে। ভারতীয় বাজারে আল্ট্রাভায়োলেট ইলেকট্রিক বাইকটির দাম 3.8 – 4.55 লাখ টাকা এক্স-শোরুম। মোটরসাইকেলটির পারফরম্যান্স তিন ভাগে ভাগ করা হয়েছে – এয়ারস্ট্রাইক, শ্যাডো এবং লেজার। মিলবে দুটি ভেরিয়েন্টে – আল্ট্রাভায়োলেট এফ77 এবং আল্ট্রাভায়োলেট এফ77 রেকন। প্রথম ভেরিয়েন্টের রেঞ্জ ফুল চার্জে 206 কিলোমিটার এবং আল্ট্রাভায়োলেট এফ77 রেকনের রেঞ্জ সিঙ্গেল চার্জে 307 কিলোমিটার।
আল্ট্রাভায়োলেট এফ77 ইলেকট্রিক বাইকের ফিচার্স
প্রথম ভেরিয়েন্টে মিলবে 7.1 kwh ব্যাটারি প্যাক এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 10.3 kwh এর ব্যাটারি প্যাক। ফুল চার্জ হতে সময় লাগে 5 ঘণ্টা। উল্লেখ্য, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক টু হুইলার ওলা এস1 প্রো-তে রয়েছে 4 kwh ব্যাটারি প্যাক। সংস্থার দাবি, এই বাইক 0-100 কিমি গতি তুলতে সময় নেয় মাত্র 3 সেকেন্ড।
বাইকটির সর্বোচ্চ গতি 150 কিলোমিটার প্রতি ঘণ্টা। মসৃণ রাইডিংয়ের জন্য মোটরসাইকেলে উপস্থিত 5 ইঞ্চি টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সঙ্গে মিলবে 4G কানেক্টিভিটি এবং ওটিএ আপডেট।
এছাড়া রেকিংয়ের জন্য বাইকের উভয় চাকায় মিলবে ডিস্ক ব্রেক। সঙ্গে রয়েছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, এলইডি টেললাইট, রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, জিও ফেন্সিং এবং ক্র্যাশ সেন্সর। সম্পূর্ণ স্মার্টফোন দিয়েই কন্ট্রোল করতে পারবেন এই বাইক। চুরি থেকে বাঁচার জন্য এতে রয়েছে বিশেষ লক মোডও।
ইলেকট্রিক বাইকের বাজারে এই মডেলের সরাসরি কোনও প্রতিদ্বন্দ্বী না থাকলেও পেট্রল বাইকের ক্ষেত্রে আল্ট্রাভায়োলেট এফ77-কে টেক্কা দিতে হাজির বিএমডাব্লিউ জি 310আর এবং টিভিএস অ্যাপাচি আরআর 310।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।