‘শচীনের পর আমি উমরানের খেলা দেখতে মুখিয়ে আছি’

উমরানের খেলা

স্পোর্টস ডেস্ক: উমরান মালিককে জাতীয় দলে দেখতে চেয়ে সেই আইপিএলের সময় থেকেই এক প্রকার আবদারই করে আসছে ভারতের কিংবদন্তি সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টি ভারতীয় বোলারদের নখদন্তহীন পারফরম্যান্সের পর ফের একবার উমরানকে একাদশে দেখতে চাইলেন।

টানা ১২ টি-টোয়েন্টি জয়ের সুখস্মৃতি সঙ্গী করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে নেমেছিল ভারত। অথচ ঘরের মাঠে এ কী বেহাল অবস্থা ভারতীয়দের। প্রথম দুই ম্যাচেই প্রোটিয়া দাপটে নাকাল হয়েছে ভারত।
উমরানের খেলা
এই দুই ম্যাচে দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে বোলারদের কাঠগড়ায় তুলেছেন গাভাস্কার, ‘ভুবনেশ্বর কুমার আর যুজবেন্দ্র চাহাল ছাড়া দলে আর কোনো উইকেট নেওয়ার মতো বোলার নেই। প্রতিপক্ষকে চাপে ফেলতে হলে তো উইকেট নিতে হবে। দুই ম্যাচে ভুবনেশ্বর কুমার ছাড়া আর কাউকে দেখে মনে হয়েছে যে উইকেট নিতে পারে? এজন্যই (দুর্বল বোলিংয়ের কারণেই) ২১১ রানের পুঁজি নিয়েও ম্যাচ হারতে হয়েছে।’

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি তিন ম্যাচে বোলিংয়ে ধার বাড়াতে গত আইপিএলে আলো ছড়ানো উমরান মালিককে সুযোগ দেওয়া উচিৎ বলে মনে করেন গাভাস্কার। উমরানকে জাতীয় দলের জার্সিতে দেখার ইচ্ছের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি প্রথম যে খেলোয়াড়কে (জাতীয় দলের জার্সিতে) দেখতে মুখিয়ে ছিলাম, সে হচ্ছে শচীন টেন্ডুলকার। আর দ্বিতীয় খেলোয়াড় হচ্ছে উমরান মালিক। তার সুযোগ পাওয়া উচিৎ।’

১৪ জুন ভিজাগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচাতে মাঠে নামবে ভারত।

টাইগার শিবিরে দু:সংবাদ: অসুস্থ হওয়ায় দোহা থেকে দেশে ফিরেছেন সুজন