স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগে সমাপ্ত হওয়া আইপিএলের পঞ্চদশ মৌসুমের সেরা উঠতি তারকা হয়েছেন উমরান মালিক। আগুনে গতিতে ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন এই কাশ্মীরি পেসার। নিয়েছেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ ২২টি উইকেট। এবার নিজের পরের লক্ষ্য নির্ধারণ করে ফেললেন প্রতিভাবান তরুণ ফাস্ট বোলার।
সেটা হলো পাকিস্তানি গ্রেট শোয়েব আখতারের দ্রুততম গতির রেকর্ড ভাঙা।
আইপিএলে উমরান তার খেলা ১৪টি ম্যাচেই দ্রুততম বল করেছেন। আইপিএল মৌসুমে ফাইনালের আগে পর্যন্ত তার করা ১৫৭ কিমি গতির বলই দ্রুততম ছিল। তবে ফাইনালে ১৫৭.৩ কিমিতে বল করে সেই কৃতিত্ব উমরানের থেকে ছিনিয়ে নেন গুজরাট টাইটানসের লকি ফার্গুসন। তবে উমরানে ১৫৭ কিমি আইপিএল ইতিহাসের তৃতীয় দ্রুততম বল। আর ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েবের বিশ্বরেকর্ড ১৬১.৩ কিলোমিটার।
এক সাক্ষাৎকারে উমরান জানান, ‘ভবিষ্যতে আমি শোয়েব আখতারের দ্রুততম বলের রেকর্ড ভাঙা চেষ্টা করব। আল্লাহ চাইলে আমি নিজের সেরাটা দেব এবং আশা করি রেকর্ডটাও ভাঙতে পারব। তবে ১৫০ কিমিতে বল করতে হলে সবার আগে প্রয়োজন ফিটনেস। আশা করছি আমি নিজের ফিটনেস বজায় রাখতে পারব। তবে আমার বর্তমানে ফোকাসটা রেকর্ড ভাঙার দিকে নেই। আমি দ্রুতগতিতে, ভালো বল করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতকে সব কয়টি ম্যাচ জেতাতে চাই। বর্তমানে আমার শরীর এবং শক্তি বজায় রাখাই লক্ষ্য। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।