মাহাবুর রহমান : গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে প্রবাসী চাচা আবু তাহের মাস্টারের (৫৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার টোক ইউনিয়নের টোকনগর মধ্যপারা এলাকায় পৈত্রিক সম্পত্তির সীমানার গাছ কাটা নিয়ে এ ঘটনা ঘটেছে।
নিহত আবু তাহের মাস্টার টোকনগর গ্রামের মৃত জমির উদ্দিন ওরফে টুকু মিয়ার ছেলে। অপর পক্ষ হলেন তার সহোদর আবুল কাশেম (৪৫), তার ছেলে কাওছার পারভেজ (১৭) ও স্ত্রী পারভীনা (৩৮)।
জানা গেছে, পৈত্রিক সম্পত্তির মীমাংসিত সীমানা থেকে আবুল কাশেম গাছ কাটতে গেলে নিহত তাহের বাঁধা দেয়ার এক পর্যায়ে তাদের দু’জনের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে দুই পরিবারের তুমুল বাকবিতণ্ডায় সংঘর্ষে জড়িয়ে পরে। এতে আবু তাহের মাস্টার গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। এ ঘটনায় আবুল কাশেম ও তার স্ত্রী পারভীন আটক করেছে পুলিশ।
নিহতের ভাতিজা বৌ শারমিন জানান, প্রথমে আবুল কাশেম কাকা গাছ কাটতে গেলে তাহের কাকা গিয়ে বাঁধা দিছে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। কাশেম ঘটনাস্থলে বসে পরে। কাকি এসে তাহের কাকাকে নিয়ে যায়। কাশেম ঠ্যাংগে রগে টানা লেগে ঘটনাস্থে বসে পরে আমরা সবাই তেল মালিশ করে কাশেমকে সুস্থ্য করার চেষ্টা করি।
তিনি আরও জানান, নিহত তাহের মাস্টার বাসায় গিয়ে গালিগালাজ করার কারণে কাশেমের বৌয়ের গায়ে লাঠি দিয়ে আঘাত করলে মাথা থেকে রক্ত বের হতে থাকে। মায়ের মাথায় রক্ত দেখে কাশেমের ছেলে কাওছার পারভেজ মোটা লাঠি দিয়ে তাহের মাস্টারের মাথায় আঘাত করে। এতে তাহের মাস্টার মাটিতে লুটিয়ে পড়লে তড়িঘরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিছুক্ষণ পর তাহের মারা গেছে বলে জানতে পারেন।
স্থানীয় তাজুল ইসলাম জানান, আবু তাহের মাস্টারকে মুমূর্ষ অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন আমি তাহেরের সাথে ছিলেন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় দুইজন আটককরা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।