জুমবাংলা ডেস্ক : খুলনার ফুলতলা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাসুয়ার আঘাতে চাচা শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী পুষ্প বেগম ও ছেলে হাফেজ মো. মিরাজুল ইসলাম আহত হন।
বুধবার (১০ জুলাই) রাত ৯টার দিকে ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ফুলতলা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিহত মুজিবুর রহমানের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
সাবরিনা ও স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
পুলিশ ও এলাকাবাসী জানায়, খানজাহানপুর গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলের ও তার ভাই শেখ মুজিবুর রহমানের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মৃত শরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ধারালো হাসুয়া নিয়ে চাচা শেখ মুজিবুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় মজিবুর রহমানকে বাঁচাতে গেলে তার স্ত্রী ও ছেলে আহত হন।
তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আশরাফুল পালিয়ে যান। এলাকাবাসী তিনজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মুজিবুর রহমান মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।