‘আনকাট’ সেন্সর ছাড়পত্র পেল ‘টাইগার ৩’, কবে মুক্তি পাচ্ছে সিনেমাটি?

সালমান-ক্যাটরিনা টাইগার ৩

বিনোদন ডেস্ক : কোনো ধরনের বিতর্ক বা কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেল যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার ৩’। মণীশ শর্মা পরিচালিত এ সিনেমায় ফের জুটিতে দেখা যাবে সালমান-ক্যাটরিনাকে।

সালমান-ক্যাটরিনা টাইগার ৩

হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে, ভারতীয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে ইউ/এ সার্টিফিকেট পেয়েছে ‘টাইগার ৩’। অর্থাৎ সব বয়সীরাই হলে গিয়ে ২ ঘণ্টা ৩৩ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমা দেখতে পারবে। তবে ১২ বছর বা তার কম বয়সীদের ক্ষেত্রে বাবা-মা বা কোনো অভিভাবক সঙ্গে থাকতে হবে।

৫ নভেম্বর থেকে এ সিনেমার অ্যাডভান্স বুকিং শুরু হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে।

চলতি মাসের শুরুর দিকেই সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ট্যাগ করে ইনস্টাগ্রামে ‘টাইগার ৩’ এর নতুন পোস্টারের সাথে মুক্তির দিনক্ষণ জানিয়েছিলেন সালমান।

ক্যাপশনে লিখেছিলেন, “দিপাবলীতে ‘টাইগার ৩’ নিয়ে আসছি। বড় পর্দায় যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে উদযাপন করা হবে। সিনেমাটি হিন্দি তামিল ও তেলেগু ভাষায় পেক্ষাগৃহে মুক্তি পাবে।”

বাংলাদেশে কবে আসছেন জিৎ

‘টাইগার ৩’ তে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খানও। নির্মাতা মনীশ শর্মা বলেন, “বছরের শুরুতে শাহরুখের ‘পাঠান’ সিনেমায় ক্যামিও চরিত্র করেন সালমান। তেমনি ভাইজানের এই সিনেমতেও ‘জবরদস্ত’ রূপে হাজির হবেন শাহরুখ।”

Tiger 3 Trailer | Salman Khan, Katrina Kaif, Emraan Hashmi | Maneesh Sharma | YRF Spy Universe

সালমানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির শুরু ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে। তারপর ২০১৭ সালে এর সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এবার আসছে তৃতীয় কিস্তি। এ সিনেমায় জোরালো প্রতিপক্ষ ইমরান হাশমির মুখোমুখি হবেন ভাইজান।

‘স্পাই ইউনিভার্সের’ সিনেমাটি পরিচালনা করেছেন মনীশ শর্মা এবং যশরাজ ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।