বগলের লোম‌ ও কালো দাগ তুলে বগল পরিস্কার করার দুর্দান্ত উপায়

বগলের লোম‌ দূর

লাইফস্টাইল ডেস্ক : সন্ধেয় অফিসের পার্টি! একটা হাতকাটা মিনি ড্রেস পরে অনুষ্ঠানের মধ্যমণি হবেন ভাবছেন। তবে বাহুমূলের লোম পরিষ্কার করতে সালোঁতে যাওয়ার সময় নেই। তাই বাড়িতেই বাজার চলতি ক্রিম ও রেজারের মাধ্যমে সেরে নিলেন অবাঞ্ছিত লোম তোলার কাজ। যার ফলে কালো দাগছোপের সমস্যা তো হলই, আন্ডারআর্মের ত্বকের পেলবতাও নষ্ট হল। কাজেই লোম তোলার জন্য সবসময় বাজারচলতি ক্রিম বা রেজারের উপর ভরসা করা একেবারেই উচিত নয়। ওয়াক্সিং যদি না করতে চান, তাহলে লোম তোলার ঘরোয়া প্রাকৃতিক উপায় আছে। কী কী সেগুলো জেনে নিন।

বগলের লোম‌ দূর

এমনিও ওয়াক্সিং, রেজার দিয়ে লোম পরিষ্কার করা বেশ খাটনির। এতে কষ্টও হয়। ওয়াক্সিংয়ের জ্বালা সইতে পারেন না যাঁরা, তাঁরা সহজ উপায়ে রেজারকেই বেছে নেন। ফলে ক্ষতি হয় আরও। বাজারচলতি ক্রিমে ঠাসা রাসায়নিক থাকে। ফলে তাতেও ত্বকের ক্ষতি হয়। আন্ডারআর্ম আরও কালো হয়ে ওঠে। তাতে বিস্তর দাগছোপও হয়। কাজেই প্রাকৃতিক উপায়ই সবচেয়ে ভাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ঘরোয়া উপায়ে বগলের লোম তুলবেন কীভাবে?

১) হলুদ গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ বগলে লাগিয়ে আধ ঘণ্টা মতো অপেক্ষা করুন। দেখবেন মিশ্রণ শুকিয়ে গেছে। তখন হাল্কা হাতে স্ক্রাব করুন ভালভাবে। হলুদ সম্পূর্ণ পরিষ্কার না হওয়া অবধি স্ক্রাব করুন। দেখবেন বগল একেবারে ঝকঝকে হয়ে গেছে।

২) চিনির স্ক্রাব লোম তোলার জন্য সবচেয়ে কার্যকরী উপায়। চিনি দিয়ে বানানো স্ক্রাব ব্যবহার করলে সহজেই বগল, হাত বা পায়ের লোম তুলে ফেলতে পারবেন। বিশেষজ্ঞরা আজকাল প্রাকৃতিক উপায় চিনির স্ক্রাব ব্যবহারেরই পরামর্শ দেন। চিনির সঙ্গে লেবুর রস ও পরিমাণ মতো জল দিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে আন্ডারআর্মস ভাল করে স্ক্রাব করুন। নিয়মিত এই স্ক্রাব ব্যবহার করলে সহজেই অবাঞ্ছিত লোম দূর হবে।

চাবি হারিয়ে গেলে যেভাবে তালা খুলবেন, দারুন টিপস কাজ হবে দুর্দান্ত

৩) ডিম দিয়েও লোম তোলা যায়? বিশেষজ্ঞরা বলছেন, ডিমের সাদা অংশের সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে সেই মিশ্রণ বগলে লাগান। ৩০ মিনিট পর এটা তুলতে হবে। যেভাবে ওয়াক্স করে, সেইভাবে টেনে তুলতে হবে, তাহলে লোম সহজেই উঠে আসবে। বগলের কালো দাগছোপ তুলতেও ঘরোয়া উপায় কাজে দেবে। অলিভ অয়েলের সঙ্গে কিছুটা ব্রাউন সুগার মিশিয়ে ব্যবহার করতে পারেন। সপ্তাহে তিন দিন এই মিশ্রণ বগলে লাগালে সহজেই মুক্তি পাবেন দাগছোপের সমস্যা থেকে।  এক চামচ বেকিং সোডা নিয়ে তাতে গোলাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। দাগছোপ দূর করতে, মিশ্রণটি সপ্তাহে দু’ থকে তিন বার বগলে লাগাতে পারেন। মিনিট পাঁচেকের বেশি রাখবেন না যেন।