‘আন্ডারওয়্যার ধার দিয়ে ফেরত চেয়েছিল সাইফ’

saif

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা জাকির হোসেন। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন। এ তালিকায় রয়েছে ‘সরকার’, ‘জনি গাদ্দার’, ‘সিংহম রিটার্নস’, ‘এক হাসিনা থি’-এর মতো সিনেমা।

saif

‘এক হাসিনা থি’ সিনেমার শুটিং সেটে জাকির হোসেনকে আন্ডারওয়্যার ধার দিয়েছিলেন সাইফ আলী খান। স্মৃতি হাতড়ে সেই গল্প শুনিয়েছেন এই অভিনেতা।

২০০৪ সালে মুক্তি পায় ‘এক হাসিনা থি’ সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সাইফ আলী খান-উর্মিলা মাতন্ডকর। সুদখোর মহাজনের চরিত্র রূপায়ন করেন জাকির হোসেন। বলিউড ঠিকানা-কে দেওয়া সাক্ষাৎকারে এ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি।

একদিনের শুটিংয়ের বর্ণনা দিয়ে জাকির হোসেন বলেন, ‘‘আমরা যখন প্রথমার্ধের শুটিং শেষ করি, তখন আমার একই পোশাক পরা ছিল। সাইফ এটা দেখে বলে, ‘এটা ঠিক যাচ্ছে না। দৃশ্যটিতে তোমার নগ্ন হওয়া উচিত।’ তারপর সাইফ প্রশ্ন করে, ‘তোমার কি ভালো আন্ডারওয়্যার আছে?’ জবাবে আমি বলি, আমার যা আছে তা পরে আছি। তারপর সাইফ আমাকে নতুন একটি আন্ডারওয়্যার দেয় আর হাসতে হাসতে বলে, ‘আমাকে এটা আবার ফেরত দিও।’’

মেয়েদের শারীরিক চাহিদা কত বছর বয়স পর্যন্ত থাকে

জাকির হোসেন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টিকু ওয়েডস শেরু’। সাই কবীর পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন কঙ্গনা রাণৌত, নওয়াজউদ্দিন। গত ১১ জুন অ্যামাজন প্রাইমে মুক্তি পায় এটি।