আন্তর্জাতিক ডেস্ক : বিদ্যালয়ের নাম শুনলেই শৈশবের সোনালী স্মৃতি তাজা হয়ে ওঠে। একটা সময় ছিল যখন আমরা স্কুলে যেতে হলে কাঁদতাম এবং আজ সেই সময় যখন আমরা স্কুলের দিনগুলি মনে করি এবং আনন্দিত হই। বিশেষ করে ৬ দিন স্কুলে যাওয়ার পর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম রবিবারের ছুটির জন্য।
ছুটির দিনে আমরা হয় সারাদিন ঘুমাতাম অথবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলায় মগ্ন থাকতাম। আজও স্কুলের শিশুদের কাছে রবিবারের গুরুত্ব যুদ্ধ জয়ের চেয়ে কম নয়। কিন্তু এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের এমনই একটি স্কুলের কথা বলা হয়েছে যেখানে শিশুদের রবিবারেও স্কুলে যেতে হয়।
পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের জামালপুরের গোপালপুর গ্রামে অবস্থিত এই বিদ্যালয়ের নাম গোপালপুর মুক্তকেশী বিদ্যালয় (Gopalpur Muktkeshi Vidyalaya)। এই স্কুলে রবিবার ক্লাস হয় এবং সোমবার স্কুল বন্ধ থাকে। গত ১০১ বছর ধরে স্কুলে এই নিয়ম চালু রয়েছে। স্কুলটি ১৩ জন ছাত্র নিয়ে ১৯২২ সালের ৫ জানুয়ারি শুরু হয়েছিল।
আসলে এই বিদ্যালয়ের জন্য যে দুই জমিদার জমি দিয়েছিলেন তারাই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়েছিলেন। প্রধান শিক্ষক ভূপেন্দ্রনাথ নায়ক ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গিয়ে তিনি স্কুলে ইংরেজি ভাষা না পড়াবেন এবং রবিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেন। আসলে ব্রিটিশরা সে সময় দেশের সব স্কুলে ইংরেজি ভাষা বাধ্যতামূলক করেছিল।
অসহযোগ আন্দোলন চলাকালীন যখন দেশবাসী বিদেশি দ্রব্য থেকে ইংরেজদের সিদ্ধান্ত, কিছুই মানবেন না বলে পণ করেছেন। সেই সময় এই স্কুলটির প্রতিষ্ঠা হয় আর ইংরেজদের নিয়ম মেনে রবিবার নয়, বরং সোমবারে ছুটি দেওয়া হয়। দেশের এটাই একমাত্র স্কুল যেখানে আজও এই নিয়ম মানা হচ্ছে। এই কারণে স্কুলটি শুধু পশ্চিমবঙ্গেই নয়, সারা দেশে বিখ্যাত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।