জুমবাংলা ডেস্ক : পরিবর্তন আনা হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের নামে। এখন থেকে ব্যাংকটির নাম হবে ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’।
সোমবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে যা সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, রবিবার (১৫ জানুয়ারি) থেকে তফসিলি ব্যাংকসমূহের তালিকায় ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’ এর নাম ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’ (ইংরেজীতে ‘UNITED COMMERCIAL BANK PLC’) হিসেবে পরিবর্তন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (দুই) (সি) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে রোববার (১৫ জানুয়ারি) থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।